জাফর ইকবালের ইসলাম বিদ্ধেষী মন্তব্য;
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৯ জানুয়ারি, ২০১৪, ০২:১৫:২৮ দুপুর
জাফরের মতে হেফাজতের ১৩ দফার একটি দফা বাস্তবায়ন হলে দেশ ১৩'শ বছর পিছিয়ে যাবে ৷ এভাবে ১৩ দফা বাস্তবায়ন হলে দেশ ১৩'শ বছর পিছিয়ে যাবে ৷
আসুন দেখি ১৩ দফার মধ্যে কি আছে যা মানলে ১৩'শ বছর পিছিয়ে যাবে দেশ ৷ ১৩ দফার প্রথম দফা সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বস পুনঃস্থাপন করা ৷
জাফরের মতে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বস পুনঃস্থাপন করলে দেশ ১'শ বছর পিছিয়ে যাবে ৷ তার মানে আল্লাহর নাম ও আল্লহ উপর আস্থা ১'শ আগের বিষয় !! এখন এগুলা করা যাবেনা, করলে ১'শ বছর পিছিয়ে যাবে দেশ ৷
১৩ দফার ২নং দফা হলো আল্লাহ ও রাসুল (সা) বিরুদ্ধে কুত্সা রটনা কারীদের শাস্তির ব্যবস্থা করা ৷ জাফরের মতে তাদের শাস্তির ব্যবস্থা করলে দেশ ১'শ বছর পিছিয়ে যাবে ৷ মানে অপরাধীদের শাস্তি দিলে দেশ পিছিয়ে যাবে ! তাও আবার ১'শ বছর ৷
১৩ দফার ৩নং দফা হলো আল্লাহ ও রাসুল (সা) এর বিরুদ্ধে নাস্তিক ইসলাম বিদ্ধেষীদের কুত্সা রটনা বন্ধ করা ও তাদের শাস্তি দেয়া ৷ জাফরের মতে এইটা মানলেও দেশ ১'শ বছর পিছিয়ে যাবে ৷ তার মতে আল্লাহ ও রাসুল (সা) বিরুদ্ধে কুত্সা রটানো বন্ধ করা যাবেনা, এইটা চলতেই হবে না হয় দেশ ১'শ পিছিয়ে যাবে ৷
১৩ দফার ৪নং দফা হলো বেহায়াপনা, অনাচার, ব্যভিচার বন্ধ করতে হবে ৷ জাফরের মতে বেহায়াপনা, অনাচার, ব্যভিচার বন্ধ করলে দেশ ১'শ বছর পিছিয়ে যাবে !!! মানে বেহায়াপনা, অনাচার, ব্যভিচার চলতেই হবে ৷
এখানে আমি চারটা দফা নিয়ে বললাম বাকি আরো নয়টি দফা আছে ৷ জাফরের মতে এই চারটি দফা ও বাকি নয়টি দফার বাস্তবায়ন হলে দেশ ১৩'শ বছর পিছিয়ে যাবে ৷
যারা জাফর ইকবালকে নাস্তিক বললে ক্ষিপ্ত হয়ে যান তারা একটু ভালো ভাবে ভেবে দেখুন জাফর নাস্তিক কিনা, জাফর শুধু নাস্তিক হলে কোনো সমস্যা ছিলনা কিন্তু জাফর এখন ইসলাম বিদ্ধেষী লোক, তার প্রতিটি লেখায় প্রতিটি কথায় ইসলাম বিরোধী কর্মকান্ড ফুটে উঠে ৷
মনে রাখবেন আপনার দিল যার দিকে জুকে আল্লাহ আপনাকে তার মতই করে দিতে পারেন ৷ আর আপনি যাকে ফলো করেন কেয়ামতের দিন আপনাকে তার সাথেই দাড়াতে হবে ৷
বিষয়: বিবিধ
২৩৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিয়াল চাই মুরগির স্বাধীনতা
যেন একা মুরগি ধরা যায়।
সুবিধাবাদী কামুক চায় নারী স্বাধীনতা
যেন প্রতারিত করা যায়।
আমরাকি তাকে শাহবাগে নিয়া দাড়া করাইছি ?
নাকি নাস্তিকবাদী হাসিনা সরকার দাড় করাইছে ?
তার কলাম কি আমরা প্রকাশ করছি ?
নাকি প্রথম আলো করছে ?
যেমনটা তসলিমাকে করেছেন ।
মন্তব্য করতে লগইন করুন