হাসিনার মাথায় পাকিস্তানি ভুত !!!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৫ জানুয়ারি, ২০১৪, ০২:৪৯:৩১ দুপুর

বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধু মাত্র গনতন্ত্রের জন্য, পাকিস্তানিরা আমাদের গনতান্ত্রিক অধিকার বুজিয়ে দিতে রাজি না হওয়াতে ৭১' সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি ৷ পাকিস্তানিরা যদি আমাদের গনতান্ত্রিক অধিকার বুজিয়ে দিত তাহলে এই যুদ্ধ হতনা, আমাদের ৩০ লক্ষ্য শহীদকে রক্ত দিতে হয়না ৫ লক্ষ্য মা-বোন কে সম্ভ্রম হারাতে হতনা ৷

সেদিন নির্বাচিত নেতা ছিল মুজিব সাহেব, গনতান্ত্রিক অধিকার অনুযায়ী মুজিবকেই রাষ্ট্র ক্ষমতা বুজিয়ে দেয়ার কথা ছিলো, কিন্তু ইয়াহিয়া খান তা দিতে অঃস্বীকৃতি জানালো ৷ তখনি বীর বাংলাদেশীরা গর্জে উঠলো ৭১' আসলো দেশ স্বাধীনতা আসলো ৷

কিন্তু দেশটা এখনো সম্পুর্ন স্বাধীন হয়নি ৷ পাকিস্তানিদের সেই প্রেতাত্তা এখনো এই দেশে অবস্থান করছে, সেই প্রেতআত্মা টি এবার হসিনার ঘরে সওয়ার হয়েছে ৷ পাকিস্তানিরা যেমন বাংলাদেশীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তেমনি হাসিনাও বাংলাদেশীদের গনতান্ত্রিক ভোটের অধিকার কেড়ে নিচ্ছে ৷

এই জায়গায় পাকিস্তানি হায়নাদের সাথে হাসিনার ১০০ তে ১০০ ভাগ মিল আছে ৷ এখন দেখার বিষয় হচ্ছে ১৯৭১ সালে ভোটের অধিকারের জন্য এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, ২০১৩ সালে এসে এই দেশের মানুষ আবার যুদ্ধে ঝাপিয়ে পরে কিনা ভোটের অধিকার রক্ষায়....

বিষয়: রাজনীতি

৯৩৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159238
০৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৫
নাবীল লিখেছেন : উনিতো নয়া ইন্ড়িয়ান রাজাকার।মাথায় পাকিস্তানি সিস্টেম নির্দেশ মেনে ছলে ইন্ড়িয়ার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File