ঝাফর ষাড়...
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৫ জানুয়ারি, ২০১৪, ০৮:৩৯:৩৪ সকাল
ঝাফর ষাড় আপনার জন্য আমার খুব মায়া হয় ৷ আপনাকে কাছ থেকে দেখার সুযুগ হয়েছিল যখন আমি আমার ভাইয়ার সাথে সিলেটে ছিলাম ৷ আপনি আমার শিক্ষক না হলেও আমার ভাইয়ার শিক্ষক, তাই আপনাকে আমি খুব সম্মান করতাম ৷ ২০০৮/৯ থেকে আপনার কলাম গুলা নিয়মিত পড়তাম ৷ মনে আছে হাসিনার ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে দেয়া নিয়ে আপনি সুন্দর একটা কলাম লিখেছিলেন প্রথম আলোতে আমার কাছে সে কলামটা এতই ভালো লেগেছিল যে আমি আমার "বিশেষ সংগ্রহ" ফাইলে রেখে দিয়েছিলাম ৷
কিন্তু ২০১২ থেকে আপনাকে আমার কেমন জানি মানুষিক বিকারগ্রস্ত মনে হতে শুরু করেছে ৷ বিশেষ করে শাহবাগে যৌন জাগরন মঞ্চ তৈরী হবার পর আপনাকে একজন বড় মাপের "দালাল" মনে হলো ৷ আর এখন আপনাকে আমার মনে হচ্ছে পাগল এবং দালাল উভয়টাই ৷
যে নির্বাচন কে দেশের ৯০ ভাগ মানুষ এবং বিশ্ববাসী প্রত্যাখান করেছে সেই নির্বাচন কে আপনি সমর্থন দিলেন ৷ আপনার প্রতি আমার গ্রিন এমন পর্যায় গেছে যে আপনাকে আর জাফর স্যার বলতে মন চাইছেনা আপনাকে ঝাফর ষাড় বলতে হচ্ছে ৷
মায়া হয় এই জন্য হয়; আমি ভেবে ছিলাম আপনি বাম ধারার হলেও একজন ভালো লেখক, সে হিসেবে আপনার থেকে কিছু ভালো মানের লেখা আমরা পাব ৷ কিন্তু এখন দেখছি আপনি বামও না রামও না আপনি হয়ে গেছেন একজন দালাল ৷ আপনাকে দ্বিতীয় মীর জাফরও বলা যায় ৷ সে কারনেই আপনার জন্য আমার মায়া হচ্ছে ৷
বিষয়: রাজনীতি
১৪৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
The luchchami of lot of people including this so called intellectual was recorded. Later the police who was bearing the disc, was found dead at motijheel colony.
এখন তো উনি আমাদের খুব মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষা দেন ।
তার কাছে খুব জানতে ইচ্ছে করে :
তখন কোন চেতনার জন্য উনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন নি ?
বঙ্গবন্ধুর আহবানে জিয়া , অলি , ওসমানী , আজম খান , রাইসূল ইসলাম আসাদ , রফিকুল ইসলাম , রুমী ...... এমনকি ফ্লাইট লেফটেনেন্ট মতিউরও পাকিস্তান থেকে বিমান চুরি করে দেশে আসতে চেয়েছিলেন যুদ্ধ করার জন্য ।
জাফর স্যার কি এদের কারও মধ্যে পড়েন ?
যুদ্ধের সময় তো অনেকেই যুদ্ধে যায় নি - হয়ত ভয়ে অথবা সামর্থ্য ছিল না । কিন্তু যুদ্ধের পর যুদ্ধের চেতনা নিয়ে এ ধরনের মানুষের কথা বলা একটু বেশীই বাড়াবাড়ি ।
প্রতিকূল পরিবেশে নিজের গা ও চাকরি বাঁচিয়ে যারা যুদ্ধে যায় নি , অনুকূল পরিবেশে সেই যুদ্ধ নিয়ে কাহিনী রচনা করা - চরম সূবিধা বাদীতার লক্ষণ ।
******************************************************************
আপনি অফিসে গেছেন । শুনলেন যে আপনার মা খুব হঠাত খুব অসুস্থ হয়ে পড়েছেন । আপনাকে জানানো হলে আপনি নির্দেশনা দিলেও ফিজিক্যালি আসতে পারলেন না , যেটারই দরকার ছিল সে সময়ে ।
আপনার ভাই-বোনেরা মাকে হাসপাতালে নিয়ে যাবার পর যখন মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরলো তখন আপনি অফিস থেকে কাজ শেষে বাসায় ফিরলেন ।
তখন মায়ের খোঁজ খবর নিতে খুব পেরেশানী দেখাচ্ছেন । ''মা'র এটা ঠিক মত হয় নি কেন , ওটা এরকম ভাবে না করলেও হত'' - এসব নিয়ে খুব চোটপাট নিচ্ছেন উপস্থিত সবার উপর ।
তখন উপস্থিত যারা মা'য়ের ঐ ক্রিটিক্যাল সময়ে একটিভলি কাজ করেছিল তারা কিন্তু মুচকে মুচকে হাসবে আপনার এই ফাঁপড়বাজিতে । প্রয়োজনের সময় আপনাকে না পাওয়া যাওয়াতে এখন যখন সবকিছু নিয়ন্ত্রনে চলে এসেছে - সেই সময়ে আপনার এই আলগা ফাঁপড় নেওয়াতে কেউ কেউ আপনাকে দুই কথা শুনিয়েও দিতে পারে ।
তাই এসব কাপুরুষদের কাছ থেকে মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনার সময় বলা উচিত :
থামলে .. ভাল লাগে
মন্তব্য করতে লগইন করুন