বিএনপির কেন্দ্রীয় লেদা (নেতা) গুলা এখন কোথায় ??
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৪ জানুয়ারি, ২০১৪, ০৪:১৩:১৩ বিকাল
ঘৃনা হয় বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপর; লজ্জাহীন কাপুরুষের দল গ্রেপ্তারের ভয়ে কোনো বেঙ্গের মতো ঘরের কনে ঢুকে রয়েছে ৷ এতই যদি গ্রেপ্তারের ভয় থাকে তাহলে রাজনীতিতে আসার কি দরকার ছিল ৷ নেত্রী গৃহবন্ধি সারা দেশে নেতা কর্মীরা আন্দলন করতে গিয়ে অকাতরে প্রাণ দিচ্ছেন, আর কেন্দ্রীয় নেতারা ঢাকায় এসি রুমে বসে আছেন ৷ লজ্জা-শরম বিবেক-বুদ্ধি কোনটাই নেই তাদের মধ্যে ৷ এমন যদি হত যে বেশির ভাগ কেন্দ্রী কমিটির সদস্য গ্রেপ্তার হয়ে গেছে, তাই কিছু নেতা আত্মগোপনে থেকে আন্দলন চালিয়ে যাচ্ছেন ৷ কিন্তু ঘটনা তো এমন না !
বিএনপির কার্যনির্বাহী কমিটির মোট সদস্য সংখ্যা ৩৮৬ জন । এরমধ্যে চলমান আন্দোলনে গ্রেফতার
হয়েছেন সবমিলিয়ে মাত্র ২২ জন ।
••স্থায়ী কমিটির সদস্য ১৯ জন এর মধ্যে গ্রেফতার হয়েছেন ৪ জন, অসুস্থ ২ জন।
••ভাইস চেয়ারম্যান ১৭ জন গ্রেফতার হয়েছেন ২ জন।
••উপদেষ্টা পরিষদের সদস্য ৩৫ জন এর মধ্যে গ্রেফতার হয়েছেন ২ জন।
••দলের যুগ্ম মহাসচিব ৭ জন, গ্রেফতার হয়েছেন ২ জন।
••সাংগঠনিক সম্পাদক সম্পাদক ৭ জনের মধ্যে এম. ইলিয়াস আলী গুম হয়েছেন এবং অন্য একজন গ্রেফতার হয়েছেন।
বাকি ৩৬৪ জন এখন কোথায় ?
তারা কি বৌয়ের আচলের নিচে আত্মগোপনে গেছে নাকি হাসিনার সাথে অতাত করেছে !!
নির্লজ্জরা গুলা গোপন ভিডিও বার্তা পাঠায়, তাদের অভিযোগ সংবাদ সম্মেলন করলেই তাদের গ্রেপ্তার করা হয় ৷ মানলাম যে সংবাদ সম্মেলন করলে তাদের গ্রেপ্তার করা হয় ৷ বিএনপির কেন্দ্রীয় কমিটির ৩৮৪ জন সদস্য থেকে ৩৬৪ জন সদস্য এখনো বাহিরে আছে, তারা যদি প্রতিদিন একজন করেও গ্রেপ্তার হন তাহলেও এক বছর লেগে যাবে ৷
তার পরেও এই কাপুরুষেরা চোরের মত পালিয়ে আছে এই দিকে নেতা কর্মীরা মারা যাচ্ছে তার উপর নেত্রী গৃহবন্ধি অবস্থায় আছে ৷
বিষয়: বিবিধ
১৮৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিএনপির নেতারা মার্কেটে চুড়ি কিনতে ব্যস্ত
মন্তব্য করতে লগইন করুন