“ভোট কেন্দ্রে যাবেন যারা লাশ হয়ে ফিরবেন তারা”

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৪ জানুয়ারি, ২০১৪, ০১:৫১:৪৯ দুপুর

“ভোট কেন্দ্রে যাবেন যারা লাশ হয়ে ফিরবেন তারা” এমন স্লোগান দিয়ে সারা দেশে নজির বিহীন তান্ডব চালিয়ে ছিল আওয়ামীলীগ ৯৬' ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের সময় ৷ তাদের দাবি ছিল একটাই কেয়াটেকার সরকারের অধীনে নির্বাচন ৷

কিন্তু বিএনপির কাছে সংখাগরিষ্ট আসন ছিলনা, তাই একটা অস্থায়ী নির্বাচন দিয়ে আওয়ামীদের দাবি করা কেয়ারটেকার বিল সংসদে পাশ করতেই সেই নির্বাচন করা হয়েছিল ৷

ভিতরে ভিতরে আওয়ামীদের সাথে এই বিষয়ে একটা সমযোতাও করে ছিলো বিএনপি ৷ তার পরেও আওয়ামী হায়েনারা সে নির্বাচনে যারা ভোট দেবে তাদের “হত্যা” করার হুমকি দিয়ে ছিলো ৷

তবে আমি মনে করিনা বিএনপির এখন এমন স্লোগান প্রয়োজন হবে, বিএনপির সাথে দেশের ৯০ ভাগ মানুষ আছে তাই মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে হবেনা মানুষ নিজ থেকেই ভোট দেয়া থেকে বিরত থাকবে ৷

বিষয়: রাজনীতি

১২৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158893
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১১
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কথা মানে । তারা যদি বলে , সূর্য্য পূর্বদিকে উঠে তাহলে বাংলাদেশের মানুষ তাই বিশ্বাস করবে ।

পরের দিন যদি বলে যে , সূর্য্য উত্তর দিকে উঠে তখনও বাংলাদেশের মানুষ তাই বিশ্বাস করবে ।
158894
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৭
এমএ হাসান লিখেছেন : amar kache mone hoy emonta hobe. http://www.bdtomorrow.org/newsdetail/detail/200/61158
158905
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৮
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : জনাব হতভাগা আমার মনে হয়না আপনি সঠিক বলেছেন, যদি তাই হতো তাহলে ১৫ আগস্ট হতোনা, যদি তাই হতো বিএনপির জনসমর্থন ৭০ ভাগ হতনা ৷ বরং আওয়ামী লীগের কথা জনতা কখনই শুনেনি, তারা দাদাদের হাত ধরে ক্ষমতায় এসে ছিল, এবারও তাই করতে চাইছে ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File