“ভোট কেন্দ্রে যাবেন যারা লাশ হয়ে ফিরবেন তারা”
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৪ জানুয়ারি, ২০১৪, ০১:৫১:৪৯ দুপুর
“ভোট কেন্দ্রে যাবেন যারা লাশ হয়ে ফিরবেন তারা” এমন স্লোগান দিয়ে সারা দেশে নজির বিহীন তান্ডব চালিয়ে ছিল আওয়ামীলীগ ৯৬' ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের সময় ৷ তাদের দাবি ছিল একটাই কেয়াটেকার সরকারের অধীনে নির্বাচন ৷
কিন্তু বিএনপির কাছে সংখাগরিষ্ট আসন ছিলনা, তাই একটা অস্থায়ী নির্বাচন দিয়ে আওয়ামীদের দাবি করা কেয়ারটেকার বিল সংসদে পাশ করতেই সেই নির্বাচন করা হয়েছিল ৷
ভিতরে ভিতরে আওয়ামীদের সাথে এই বিষয়ে একটা সমযোতাও করে ছিলো বিএনপি ৷ তার পরেও আওয়ামী হায়েনারা সে নির্বাচনে যারা ভোট দেবে তাদের “হত্যা” করার হুমকি দিয়ে ছিলো ৷
তবে আমি মনে করিনা বিএনপির এখন এমন স্লোগান প্রয়োজন হবে, বিএনপির সাথে দেশের ৯০ ভাগ মানুষ আছে তাই মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে হবেনা মানুষ নিজ থেকেই ভোট দেয়া থেকে বিরত থাকবে ৷
বিষয়: রাজনীতি
১২৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরের দিন যদি বলে যে , সূর্য্য উত্তর দিকে উঠে তখনও বাংলাদেশের মানুষ তাই বিশ্বাস করবে ।
মন্তব্য করতে লগইন করুন