হাসিনার গতকালের মিথ্যা ভাষনের দাত ভাঙ্গা জবাব (৩পর্ব) পড়ে দেখুন ভালো লাগবে ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৪ জানুয়ারি, ২০১৪, ১০:৩৯:১৩ সকাল



হাসিনা ঃ আমরা এবার অগ্রাধিকার দিতে চাই সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রায়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণকে।

✍ মাহফুজ ঃ ম্যাডাম আপনি দেবেন সুশাসন !! আপনার শাসন দেখে তো মানুষ হিটলারের শাসনের কথা ভুলতে বসেছে ৷ দয়া করে গনতন্ত্রের কথা মুখে আনবেননা, বরং আপনি বলতে পারেন হাসিনাতন্ত্র ৷ আর আপনি বলেছেন ক্ষমতার বিকেন্দ্রীকরন করবেন, আমার তো মনে হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরন করার নামে আপনি নিজের চেলা চালান্দাদের মধ্যে ক্ষমতা ভাগ বন্টন করতে চাইছেন ৷

হাসিনা ঃ নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধান ও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে।

✍ মাহফুজ ঃ হ্যাঁ ম্যাডাম আপনি এইটা ঠিক বলেছেন, আপনি নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে ইচ্ছুক, তবে তা এই জগতে নয় কবর জগতে পাঠিয়ে দিয়ে ৷ আর মৌলিক অধিকারের কথা বলছেন !! আপনার এই যাতাকলে পরে দেশের মানুষ মৌলিক অধিকারের সংঙ্গা ভুলে যেতে বসেছে ৷

হাসিনা ঃ সুশাসন নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো সুদৃঢ় ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য ।

✍ মাহফুজ ঃ হুম সেটাতো আপনি করেই চলেছেন, বিশেষ করে নির্বাচন কমিশন ও দুদক কে যেভাবে আওয়ামী অধিকার রক্ষায় সুদৃঢ় করেছেন তা নজির বিহীন সাফল্য ৷

হাসিনা ঃ সংসদের ভেতরে এবং বাইরে সংসদ সদস্যদের সামষ্টিক ও ব্যক্তিগত কর্মকাণ্ডের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা হবে।

✍ মাহফুজ ঃ ম্যাডাম এই কথাগুলা আপনার মুখে ততটাই বেমানান যতটা বেমানান চোরের মুখে ধর্মের কাহিনী ৷ আপনার এমপি মন্ত্রীদের ৪ হাজার গুন পর্যন্ত সম্পদ বেড়েছে, জবাবদিহিতা তো দুরের কথা একটা টু শব্দও হয়নি ৷ আর আপনি বলছেন জবাবদিতার কথা ৷

হাসিনা ঃ বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখা হবে।

✍ মাহফুজ ঃ ম্যাডাম; পৃথিবীর ইতিহাসে বিচার বিভাগকে সব চেয়ে বেসি নির্লজ্জ দলীয়করন করেছেন আপনি, তাই আপনার এমন কথা জনগনের সাথে তামাসা করার মত ৷

হাসিনা ঃ আইনের সমান প্রয়োগ, আইনের শাসন ও

মানবাধিকার প্রতিষ্ঠা কার্যক্রম জোরদার করা হবে।

✍ মাহফুজ ঃ এইসব কথা বলা মানে জনগনের সাথে মসকারী করা, এইসব কথা জনগন কেনো আওয়ামিরাই বিশ্বাস করে বলে মনে হয়না ৷

হাসিনা ঃ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি স্থানীয় সরকারের হাতে ন্যস্ত করা হবে।

✍ মাহফুজ ঃ ম্যাডাম স্থানীয় সরকারের কথা কেনো বলছেন! বলুন দলীয় ক্যাডারদের হাতে হস্তান্তর করবেন ৷

হাসিনা ঃ প্রশাসনিক সংস্কার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর প্রক্রিয়া চলমান থাকবে।

✍ মাহফুজ ঃ পদ্মা সেতুর টাকা কিভাবে মেরে খাওয়া যায়, কালো বিড়ালের দ্বারা কিভাবে টাকা চুরি করা যায় তার প্রশিক্ষন দেয়াবেন আরকি ৷

হাসিনা ঃ দুর্নীতি দমন কমিশনের মতা, দতা ও কার্যকারিতা আরো বাড়ানো হবে।

✍ মাহফুজ ঃ দুদকের ক্ষমতা বাড়াবেন যাতে বিরোধী দল দমনে ভালো ভাবে ব্যবহার করা যায়, আর দক্ষতা বাড়াবেন এই জন্যই যে দুদক যেন দক্ষতার সাথে আপনার গোলামী করতে পারে ৷

হাসিনা ঃ আমাদের সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করেছে। আধুনিক সাজ-সরঞ্জামে সজ্জিত করা হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে তা আরো উন্নত করা হবে।

✍ মাহফুজ ঃ হুম তাতো করবেনই যাতে করে তারা বিরোধী দলের লোকদের মরে শেষ করে দিতে পারে ৷

হাসিনা ঃ শিল্পায়নের জন্য দেশী-বিদেশী এবং প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করা হবে।

✍ মাহফুজ ঃ ম্যাডাম আপনি হয়ত জানেননা নতুন বিনিয়গকারী আশাতো দুরের কথা, পুরানোরাই পালাবার পথ খুজছে ৷

হাসিনা ঃ বাজার সম্প্রসারণ ও রফতানি বৃদ্ধির পদপে নেয়া হবে।

✍ মাহফুজ ঃ ম্যাডাম আপনি তো দেশের অস্তিত্তই ধংস করে দিচ্ছেন, রপ্তানি হবে কোত্থেকে ?

হাসিনা ঃ pআগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দেবো।

✍ মাহফুজ ঃ যেখানে এখন যাদের ঘরে বিদ্যুৎ তারাই ঠিক মত বিদ্যুৎ পায়না, সেখানে সবার ঘরে দেয়ার কথা ধোকাবাজি ছাড়া কিছুইনা

রামপালে ১৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক কয়লা বিদ্যুৎকেন্দ্র ও রূপপুরে ২০০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করব।

✍ মাহফুজ ঃ সাথে সুদরবনটাকেউ ধংস করে ছাড়বেন ৷

জাতীয় স্বার্থ সমুন্নত রেখে উপকূল ও গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার প্রচেষ্টা বৃদ্ধি করা হবে।

✍ মাহফুজ ঃ তাহলে এই কৌশলেই আপনি ভারতীদের হাতে দেশের সম্পদ তুলে ধরার চেষ্টা করছেন; তাইনা ?

(এইটা তৃতীয় পর্ব: আরো চার পর্ব আছে সবগুলাতেই হাসিনার চাপাবাজির উত্তম জবাব দেয়া হবে ৷ আশা করি সবাই পড়বেন)

বিষয়: রাজনীতি

১৫৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158845
০৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৫
আমি মুসাফির লিখেছেন : আপনার জবাবগুলো ভালো লেগেছে । অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File