শেখ মুজিব স্বাধীনতা বিরোধী ছিলেন ! (পর্ব ১)

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৩ জানুয়ারি, ২০১৪, ০৮:২০:২২ সকাল

শেখ মুজিব বাংলাদেশ নামক কোনো স্বাধীন দেশ দেখতে চাননি, তিনি ছিলেন অবিভক্ত পাকিস্তানের পক্ষে ৷ আমি অনেক ছোট বেলা থেকেই এমন ধারনা পোষণ করতাম ৷

আমার এই ধারনাটাকে অনেকটা প্রমান করে দিলেন লন্ডনের কিংস কলেজের রিসার্চ ফেলো এবং সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র

ফেলো ভারতীয় গবেষক শ্রীনাথ রাঘবন ।

গবেষক শ্রীনাথ রাঘবন তার গবেষনা প্রতিবেদনে বলেছেন শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা চাননি। তারা চেয়েছিলেন পশ্চিম পাকিস্তানের সঙ্গে একটি শিথিল কনফেডারেশন গঠনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। তারা আশা করেছিলেন, এর মাধ্যমে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বায়ত্তশাসন আদায় করা সম্ভব হবে।

আমার মধ্যে প্রথম এমন ধারনার সূত্রপাত হয় ২০০৬/২০০৭ সালের দিকে, সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) এম এ মতিননের "আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিক কিছু কথা" বইটা পরে ।

তখন আমার বয়স ছিল ১৫' কম, তার পরেও বইটা পড়ে আমার মনে হলো শেখ মুজিব কোনো ভাবেই বাংলাদেশ নামক আলাদা ভুখন্ড চাননি, তিনি চেয়ে ছিলেন অল পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে ৷

দিনে দিনে আমার ধারনা আরো স্পষ্ট হয়, আর এখন তো ধারনাটা অনেকটাই প্রমানিত ৷

তার অসংখ প্রমান আমার কাছেই আছে, যেমন ৭০'এর নির্বাচনের সময় মাওলানা ভাষানি বলেছিলেন "ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো" এই স্লোগান তুলে ভাসানীর ন্যাপ নির্বাচন বয়কট করে ৷

কিন্তু মুজিবের আওয়ামীলীগ ৭০' এর নির্বাচনে অংশ নেয় ৷ নির্বাচনের পর পাকিস্তানিরা যখন ক্ষমতা হস্তান্তরে অঃস্বীকৃটি জানায় তখন ভাসানী সহ অনেকেই মুজিবকে স্বাধীনতা ঘোষণা করতে বলেন, বিশেষ করে ৭ মার্চ পর বিভিন্য মহল থেকে মুজিবকে চাপ দেয়া হয় স্বাধীনতার ঘোষণা দেয়ার জন্য, কিন্তু মুজিব তা করেননি ৷ বরং ৭ মার্চ ভাষনের পরে জয় বাংলা স্লোগানের সাথে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটাও দেয়া হয় ৷

মার্চের ২৫ তারিখ কালো রাত্রির আগ পর্যন্ত মুজিব সমযোতার চেষ্টা চালিয়ে যান, দফায় দফায় বৈঠকে বসেন ইয়াহিয়া খানের সাথে ৷ কিন্ত সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে চলে আসে ২৫ মার্চ কালো রাত ৷ কিন্তু মুজিব তখনো স্বাধীনতার ঘোষনা দেননি ৷

সেদিন মুজিবের ধানমন্ডির৩২ নাম্বার বাসায় দেশী বিদেশী দুই আড়াইশ সাংবাদিক উপস্থিত হয়েছিলেন মুজিব ইচ্ছে করলেই স্বাধীনতা ঘোষনা দিতে পারতেন ৷ কিন্তু এক অজানা করনে মুজিব তা করেননি, একটা ঘোষনা পত্রও দিয়ে যাননি ৷ বরং তিনি সাদা পাজামা পাঞ্জাবি ও মুজিব কোর্ট পরে পাকিস্তানি সেনাদের সাথে বিমানে চড়ে পাকিস্তান চলে গিয়েছিলেন ৷

অনেকে বলে থাকবেন নীতি বাধ্য হয়েছিলেন, মানলাম তিনি বাধ্য হয়েছিলেন; তবে প্রশ্ন হলো নীতি বাধ্য হবার মত অবস্থার সৃষ্টি করলেন কেনো ৷ তিনি তো অন্যান্য নেতাদের মত ভারত চলে যেতে পারতেন ৷ কিন্তু না তিনি যাননি তিনি পাকিস্তান চলে গিয়েছিলেন ৷

যাই হোক তিনি পাকিস্তান চলে গেলেও মুক্তিযুদ্ধ থেমে থাকেনি, মেজর জিয়ার ঘোষনায় সারা দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় ৷ মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব যখন দেশে এসেছিলেন তখন বিমান থেকে নামার সময় যে লোকটাকে প্রথম পেয়ে ছিলেন তার কাধে হাত রেখে বলেছিলেন "দেশটাকে তো ভারতের কাছে বিক্রি করে দিলি" (চলবে)

বিষয়: রাজনীতি

১০৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158586
০৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩১

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: count_total_count

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> যমুনার চরে লিখেছেন : বটেই!! গোআজমরাই স্বাধীনতা এনেছে........।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File