ভারতের উচিত এখনই বাংলাদেশের বাস্তব অবস্থা উপলব্ধি করে অযাচিত হস্তক্ষেপ থেকে নিজেদের গুটিয়ে নেয়া, না হয় ভারতকে অনেক বেশি পস্তাতে হবে ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০২ জানুয়ারি, ২০১৪, ১০:০২:৫৭ রাত
গতকাল ভারতের প্রভাবশালী পত্রিকা দ্যা হিন্দুর একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অবিশ্বাস্য মাত্রায় ভারত বিরোধিতা বেড়ে গেছে, সে প্রতিবেদনে আরো বলা হয় ৫ জানুয়ারির নির্বাচন গ্রহনযোগ্যতা পাবেনা ৷ এর কারন হিসেবে কিছু বিষয় উল্লেখ করা হয় ৷
বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই দেশে কি হবে না হবে, কে ক্ষমতায় যাবে না যাবে তা একমাত্র এই দেশের নাগরিকরাই ঠিক করবে ৷ এটা দেশের নাগরিকদের সবচেয়ে বড় মৌলিক অধিকার ৷ যখন এই মৌলিক অধিকারের উপর কেউ হস্তক্ষেপ করবে তখন অবশ্যই নাগরিকরা তার উপর ক্ষিপ্ত হবে, এটাই সাভাবিক ৷ ভারত অন্যায় ভাবে আমাদের দেশের উপর হস্তক্ষেপ করছে, আমাদের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করতে চাইছে, এই অবস্থায় নাগরিকদের মধ্যে ভারত বিরোধিতা বেড়ে যাওয়া অসাভাবিক কিছুনা ৷
দেরিতে হলেও ভারতীয় গনমাধ্যম এই চরম সত্যটা বুজতে সক্ষম হয়েছে ৷ ভারতীয় গনমাধ্যমের উচিত এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে খবর পরিবেশন করা, যাতে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের জনগনের চাহিদা সম্পর্কে জানতে পারে ৷
আর ভারতীয় প্রশাসনের উচিত এখনই বাংলাদেশের জনগনের মনের অবস্থা বুজে বাংলাদেশের উপর থেকে নিজেদের অযাচিত ন্যাক্কারজনক হস্তক্ষেপ প্রত্যাহার করে নেয়া ৷ এতে বাংলাদেশ যেমন উপকৃত হবে তেমনি ভারতও নিরাপদ থাকবে ৷ আর যদি ভারত তা না করে গোড়ামি করে তাহলে ভারতকে অনেক বেশি পস্তাতে হবে ৷
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিশর, ইরাক, ইরান, তুরস্ক, তিউনিশিয়া এরকম পথেই হেটেছিল। কিন্তু জনগণের আকাংখা উপেক্ষা করে এধরণের পথ আত্মঘাতী তার প্রমাণ আধুনিক বিশ্ব দেখছে।
ভারতের মাথা মোটা কেন সিকিম আর নেপাল মনে করে বাংলাদেশকে সমান ভাবে ভাবছে সেটা তারাই জানে।
বাংলাদেশ সিকিম ভুটান নয়। আমাদের সূদীর্ঘ আন্দোলনের ইতিহাস।
আমরা আধুনিক গণতন্ত্রকে লালন করে আসছি - সংগ্রাম করেছি।
এসব বিষয় প্রণব আর সুজাতাদের খেয়াল রাখা উচিত।
তাহলে সেই সুজুগে ভারতের বিচ্ছিন্নতাবাদী
রা মাথাচাড়া দিয়ে উঠবে ৷ তখন ভারতের জন্য নিজেদের
অখন্ডতা রক্ষা করা কষ্টের হয়ে যাবে ৷
মন্তব্য করতে লগইন করুন