সত্যিকার অর্থেই বেগম জিয়া একজন আপসহীন নেত্রী ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০১ জানুয়ারি, ২০১৪, ১০:৫৫:৪৪ রাত
শুনে ছিলাম বেগম জিয়া নব্বইয়ের দশকে গনতন্ত্র রক্ষায় আপসহীন নেত্রী ছিলেন ৷ তার আপসহীনতার উপর কিছু পড়াশুনাও করেছিলাম, নমুনা স্বরূপ কিছু ভিডিও ও ছবিও দেখছিলাম ৷ তবে পরিপূর্ণ অনুধাবন করতে পারিনি ৷ এই অবস্থা শুধু আমার নয়, এই প্রজন্মের অনেকেই বেগম জিয়ার নামের সাথে "আপসহীন নেত্রী" শব্দটার মর্মঅর্থও বুজতনা ৷
এই না বুজা বা অনুধাবন করতে না পারাটা কোনো দোষের কিছুনা, এটা বাস্তবতা; কারন আমাদের তখন জন্মই হয়নি ৷
যাক সে কথা; কষ্টকর সৌভাগ্যের বিষয় হলো ২০১৩তে এসে হাসিনার জুলুম নির্যাতনের কারনে আমাদের প্রজন্ম বেগম জিয়ার "আপসহীন নেত্রী" উপাধিটার সঠিক মর্মাঅর্থ বুজতে সক্ষম হচ্ছে ৷
এখন আমরা বুজতে পারছি সত্যিকার অর্থেই বেগম জিয়া একজন "আপসহীন নেত্রী" ৷ কেননা একজন আপসহীন নেত্রীর পক্ষেই এমন জুলুম নির্যাতনের উপর দাড়িয়ে দেশ ও দেশের মানুষের পক্ষে কথা বলা সম্ভব ৷
এরশাদের সময় জুলুম নির্যাতন সহ্য করেও তিনি গনতন্ত্রের পক্ষে দেশের মানুষের পক্ষে আপসহীন ভাবে অবস্থান নিয়ে এই দেশকে সৈরাচার মুক্ত করেছিলেন ৷ তেমনি এখনো হাসিনার হাজার জুলুম নির্যাতন সহ্য করে তিনি দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য আপসহীন ভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ৷
নব্বইয়ের দশকে বাংলার জনগন বেগম জিয়াকে "আপসহীন নেত্রী" নাম যথার্ত একটি উপাধি দিয়েছিলেন ৷ আমরাও এই প্রজন্ম ২০১৩তে এসে বগম জিয়াকে আবার আপসহীন নেত্রী হিসেবে গ্রহন করছি ৷
হে আপসহীন নেত্রী আপনাকে হাজার সালাম ৷
বিষয়: রাজনীতি
১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন