জরুরী ভাবে সবার দৃষ্টি আকর্ষন করছি..
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৮:১৯:৫৫ রাত
গতকাল থেকে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরী হয়েছে হেফাজত কি ১৮ "মার্চ ফর ডেমোক্রেসিতে" সমর্থন দিয়েছে না দেয়নি ৷ হেফাজত একটি ধর্মীয় সংগঠন তাই রাজনৈতিক কর্মসূচিতে সমর্থন দেয়ার যৌক্তিকতা নেই ৷
হ্যাঁ হেফাজতের নামে একটা বিবৃতি প্রচার হয়েছে, তবে তা আমিরে হেফাজতের বা মহাসচিবের পক্ষ থেকে দেয়া হয়নি ৷ খবর নিয়ে জানতে পেরেছি তা তৃতীয় পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে প্রকাশ পেয়েছে, বিবৃতির ব্যপারে প্রথম শ্রেনীর নেতাদের অনেকেই অবগত নন ৷
যারা বিবৃতিটি গনমাধ্যমে দিয়েছেন তারা উপর মহল থেকে অনুমতি নিয়েছিলেন কিনা বা নিলেও কার কার থেকে নিয়েছেন তা হেফাজতের আগামী বৈঠকের পর জানা যাবে ৷ আপাতত এই বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছেনা ৷
হেফাজত প্রেমী ভাইদের প্রতি অনুরোধ এই বিষয়ে আমাদের আর বেশি আলোচনা সমালোচনা না করাটাই ভালো হবে ৷ এখন আমাদের উচিত যার যার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষকে বাচানোর জন্য ১৮ দল ঘোষিত "মার্চ ফর ডেমোক্রেসি" সফল করা ৷ তবে আমরা তা করব সাধারন নাগরিকের ব্যনারে থেকে, হেফাজতের ব্যনারে নয় ৷
বিঃ দ্রঃ লেখাটি লিখতে সহযোগিতা পেয়েছি হেফাজতের একাধিক কেন্দ্রীয় নেতা থেকে, আমার ইচ্ছে ছিল তাদের নাম প্রকাশ করা, তবে বিষয়টা সেনসিটিভ হওয়াতে তা করা সম্ভব হয়নি ৷
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন