বিশিষ্ট ব্লগার ভিশু ভাইয়ার বিয়ে বাড়িতে আমরা ব্লগাররা-
লিখেছেন লিখেছেন আলোর কাছে বাঁধা আমি ০৪ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৪:৫০ রাত
দিনের বেলার চিত্র
মিডিয়া ওয়াচ- তার স্বাভাব শুলভ ভংগিতে পুরো বিয়ে বাড়ির আনাচে কানাছে সব কিছু দেখতে ব্যস্ত আবু জারীর ভাই সিনিয়র বলে বিয়ে বাড়িতে সবকিছু ঠিক ভাবে হচ্ছে কিনা সে বিষয়ে ব্যস্ত এবং আবু তাহের মিয়াজী ভাই জারীর ভাইয়ের সাথে কাদেঁ কাদঁ মিলিয়ে ব্যস্ত । লোকমান ভাই নিজে বিয়ে করতে না পারার দুঃখে চটপঠ করে এদিক ওদিক কি যেন খুঁজছে সিটিজি৪বিডি, কুয়েত থেকে ভাই লোকামান ভাইকে মেয়ে খুজে দেওয়ার সান্তনা দিটে ব্যস্ত। আবু আশফাক ভাই ব্লগে বিয়ে বিষয়ক লেখা নিয়ে আন্দোলন করতে করতে এত কাহিল যেখানে সেখানে বসে জিমাচ্ছে। ইমরান ভাই নামাজের সময় আমাদের জামাতে নামাজ পড়ার জন্য যেনো বার বার গড়ি দেখার কাজে ব্যস্ত। গাজী হাসান ভাই উনি কেন সুখি হয়েছে মাঝে মাঝে সেই গল্প শুনাচ্ছে সুশীল ভাইয়া নিরেপেক্ষ ভাষায় কথা বলে বর-কনে উভয় পক্ষের মন জয় রাখার কাজে ব্যস্ত। কথার_খই পুরা আসরে কথার খই ফুটিয়ে সবাইকে মাথিয়ে রেখেছে। বইয়ের পাতায় রোদের আলো, সকাল সন্ধ্যা, রিদওয়ান কবির সবুজ,প্যারিস থেকে আমি ভিশু ভাইয়ের ডান হাত বামের মত কি লাগবে সেটা করতে ব্যস্ত-
শুকনা মরিচ - ভিশু ভাইকে শরবতের সাথে কেউ যেন মরিচের গুড়া না মিশিয়ে খাওয়াতে পারে সেদিকে চোখ রাখার কাজে ব্যস্ত।
আহমদ মুসা - গেঁও বাংলাদেশী কে নিয়ে দেশের এবং বাহিরে এবং কি ঘটছে এই নিয়ে আলোচনায় ব্যস্ত ।
বাংলার দামাল সন্তানভাই তার উদ্যমতা নিয়ে চ্যয়ারমেন সাহেব কে নিরেপেক্ষ থেকে কাবিন নামা উল্টা পাল্টা না করার জন্য চোখ রাখতে ব্যস্ত।
জোবাইর চৌধুরী,নিমু মাহবুব, তৌহিদুল ইসলাম তানিন,বাকপ্রবাস , ধ্রুব নীল ,সুমন আখন্দ,আব্দুল মান্নান মুন্সী, লেলিন বিয়ে বাড়ি ছেড়ে নতুন জায়গায় আকাশ বাতাস খোলা মাঠ দেখে নতুন কবিতা আসে কিনা ব্যস্ত- এই জন্য ভিশু ভাই দুঃখ করেছে আমার এই শুভ দিনে এরা কবিতার উপাদান না খুঁজলে কি এমন হত?
আফরোজা হাসান আপু যেমন ব্লগে চিন্তা করে করে পোষ্ট লেখেন তেমনি চিন্তা করে কনেকে উপদেশ দেওয়ার কাজে ব্যস্ত কিভাবে সংসার টাকে টেনে নিয়ে যাবে ভবিষ্যতে, এই কাজটিও রেহনুমা বিনত আনিস আপুকে করতে দেখা যাচ্ছে সিনিয়র বলে।
ফাতিমা মারিয়াম আপু ইসলামিক নিয়মে সবকিছু হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রেখে আমাদের মাঝে মানে আমরা যারা দুস্টামি কাজে ব্যস্ত তাদের উপদেশ দিচ্ছে।আর এই কাজে আলোর আভা তাকে সাহায্য করছে বুঝলাম সেও কিছু কিছু উপদেশ দিতে ব্যস্ত আপার পাশে থেকে।
শুকনোপাতা, মিশেল ওবামা বলছি, আরোহী রায়হান প্রিয়ন্তি, গন্ধসুধা ,সাদিয়া মুকিম, মাহবুবা সুলতানা লায়লা, রাবেয়া রোশনি আপুরা এক জোট বেঁধে পুকুরের সিঁড়িতে গ্লপের জলশায় ব্যস্ত । বৃত্তের বাইরে আপু তাদের বৃত্তের বাহিরে থেকে দেখে আমাদের বলেছে এবং ওদিকে ছেলেদের যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে--
রুপকথা, আফরা এবং জোছনার আলো কে নিয়ে গ্লপ বলার জন্য প্রষ্তুতি নিচ্ছে রাতে জোসনার আলোতে রপকথার গল্প বলবে বলে ।
নতুন মস -সারাদিন ভাল ভাবে থাকলেও সন্ধ্যা নামের সাথে সাথে তার খালামনিদের খুজছে ভয়ে-
রাতের বেলা সবাই যার যার ঘরে ঘুমাতে গেলে এই সুযোগে আমি আওণ রাহ'বার, সুর্যের পাশে হারিকেন জেগে ছিলাম দরজায় কান পেতে ভিশু ভাই এবং ভাবি কি বলে শুনার জন্য -- আর ভিতর থেকে যখন শুনলাম ভিশু ভাই বলছে "তোমাকে অনেক কষ্টে পেয়েছি" হারিকেন টা এমন জোরে হাসি দিল আফরোজা আপু এসে ধমক দিয়ে আমাদের তিন জনকে এক রুমে তালা বন্দি করে রাখল।
বিদায়ের বেলা
এবার আমাদের ধন্যবাদ দেওয়ার পালা আর সেই দায়িত্ব পালনের বরাবরের মত চোথাবাজ ভাইয়া এবং গেরিলা আপুর উপর পড়েছে তারা প্রতিদিনের মত বেশ ভাল লেগেছে ধন্যবাদ বলল। ভিশু ভাই এবং কনে পক্ষ শুনে মহা খুশি এবং আমাদের আবার বেড়াতে আসার অনুরোধ করল।
হাছান ভাই টেলিফোনে না আসার কারণ বলেছিল এবং ভিশু ভাইকে উইশ করেছিল।আর আমাদের পুষ্পিতা আপু রাজনৈতিক লেখালেখির জন্য গোয়েন্দাদের নজর এড়াতে আমাকে একটি চিঠি দিয়ে দিয়েছিল - সবাইকে পড়ে শুনাতে-
চিঠিটি তে যা লেখা ছিল --
দেশ এখন একটি অস্তির সময় পার করছে- আমিও সেই দুঃসময়ের শিকার তাই তোমাদের এই আনন্দের মাঝে নিজেকে শামিল করতে পারি নি। আমাদের সোনার বাংলায় দুঃসময় থাকতে পারে না।আমরা সাহশী জাতি।এই সাময়িক দুঃসময় কে কাটিয়ে উঠে আবার ফিরে এসে তোমাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত দিব-- এস কিন্তু সবাই। দেশের সব মানুষের জন্য দোয়া কর দুঃসময় কাটিয়ে উঠার জন্য।সবাই ভাল থেকে ।
ঘুম ভাঙাতে চাই কে আমরা রেখে আসলাম ভিশু ভাই সারারাত গুমাতে না পারার কারণে যদি গুমিয়ে পড়ে তাকে জাগিয়ে রেখে ব্যস্ত রাখার জন্য।
(পরিশেষে আপু এবং ভাইয়ারা লেখাটি কাল্পনিক আর আপনাদের ওনেকের নাম ব্যবহার করেছি অনুমতি ছাড়া - যদি কারো আপত্তি থাকে জানাবেন সাথে সাথে পোষ্ট টি সরিয়ে দেব। ভুল ত্রুটি ক্ষমা দৃস্টিতে দেখবেন ভাইয়া এবং আপু বলার ক্ষেত্রে)
বিষয়: বিয়ের গল্প
৫৮৬৯ বার পঠিত, ১০২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলাম বিয়ে বাড়িতে। খাওয়া দাওয়া কই ?
আপনার জন্য সব আছে তবে গোপনে কারণ পাবলিক দেখলে সমস্যা হতে পারে।
পর সমাচার এই যে,'গ্যান্জাম খানের খোলা চিঠির' মাধ্যমে 'প্যারিস থেকে আমি' জানতে পারলাম যে 'কে বা কারা' অনুমতি ছাড়া আমার এবং আমার ব্লগীয় বোনদের ডায়লগের কপি পেস্ট করে বিরিয়ানী পাকাচ্ছে। 'বৃত্তের বাইরে' থেকে আসতে একটু দেরী হলেও রাতের অন্ধকারে হারিকেন ছাড়া খন্দকার রাইত বাবুর্চির হাতের বাশ-মতি চাল আর খাটি কেরোসিন তেলের রান্না করা বিরিয়ানী খেয়ে 'হতভাগা' 'বাংলার দামাল সন্তান'রা অসুস্থ হয়ে পড়ায় 'প্রগতিশীল' 'সুশীল'দের পক্ষ থেকে 'চেয়ারম্যান' সাহেবের নিকট অভিযোগ জানানো হলো।
সযত্নে,
'বাক্প্রবাস'হইতে,
'সমালোচক'
বি:দ্র: বোনদের জন্য ভেজাল মুক্ত বিরিয়ানী না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
ঠিক আছে আমি তাহলে আর বিয়েও করুম না, আপনাদেরকে দাওয়াত দিমু না, এবং আমার নাতিকে ও বিয়ে দিমু না।
ধন্যবাদ ভাল থাকবেন।
আনন্দও কিন্তু একধরনের আলো। তাই আলোর কাছে নিজে বাঁধা থেকে,এমনি করে ছড়িয়ে জান সবার তরে আলো...
৩ - যে কোন ধরণের কোড, এক্সটার্নাল বা এইচটিএমএল কোডিং , লেখা বা নিক রঙ্গীন অথবা ছোটবড় করা , ব্লগারদের আইপি বা লোকেশন বের করার চেষ্টা, এসব চেষ্টা টুডে মডারেটর কোন ঘোষনা ছাড়াই মুছে দিতে পারেন।
নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতে পারবো।
১) আচ্ছা আপনার নিক নামের রহস্যটা জানতে ইচ্ছে করছে ভীষণ।
২) আর আপনার আগের নিক নামটাও জানতে মনচাই।
আপনি মোটেও নতুন লেখক নন। আপনি এর আগেও অন্য কোন নিকনিয়ে লিখেছেন, আমার ধারনা!
আমি একটা নিকের কথা চিন্তা করছি কিছু কিছু মিলে গেছে কিন্তু এখনও নিশ্চিত হতে পারছিনা।
তবে আকাবাকা এটা পরিস্কার করবে বলে আশা করছি।
একটি অনুরোধ করি নতুন ব্লগারদের উৎসাহ দিয়ে বল্গটাকে জমিয়ে রাখবে --
কমেন্টের জন্য ধন্যবাদ থাকল
১) আচ্ছা আপনার নিক নামের রহস্যটা জানতে ইচ্ছে করছে ভীষণ।
২) আর আপনার আগের নিক নামটাও জানতে মনচাই।
আপনি মোটেও নতুন লেখক নন। আপনি এর আগেও অন্য কোন নিকনিয়ে লিখেছেন, আমার ধারনা!
|
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:০১
একটি অনুরোধ করি নতুন ব্লগারদের উৎসাহ দিয়ে বল্গটাকে জমিয়ে রাখবে --
কমেন্টের জন্য ধন্যবাদ থাকল
ধন্যবাদ
কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি
ভিশু ভাইয়া যানেনা আজ তার বিয়ে!!
আলোর কাছে বাঁধা আমি দিল ফাটিয়ে
ভাইয়া সময় দেওয়ার জন্য ধন্যবাদ--
মনে নাই, বিয়ের বাড়িতে এই পোস্ট লেখার জন্য চটপট করেছিলেন। তখন আমার লেপটপ দিয়ে পোস্টটি লেখার সুযোগ দিলাম। এ কথা লিখেন নি কেন @ আলোর কাছে বাঁধা আমি
বি দ্রঃ মন্তব্যটা কাল্পনিক
ধন্যবাদ ভুল কে এড়িয়ে আমাকে এসে উৎসাহ দেওয়ার জন্য।
প্যচাল-আরে ভাইয়া আমি ছটো বলে আমি যখন আপনার লেপু থেকে লিখছিলাম আমাকে সরিয়ে দিয়ে আপনি আমার হয়ে লিখে দিলেন নিজে এই ভুল কেমনে করলেন এইটা না কইয়া আমারে দুষতাছেন-- ভেরি সেড
আপনার উপস্হিতির জন্য ধন্যবাদ--
আপনার জন্য শুভকামনা রইলো ।
ভালো থাকুন
আপানাকে ধন্যবাদ মত প্রকাশের জন্য
তোমার বিয়ের সময় কি দায়িত্ব নিবো তা এখন থেকেই ঠিক করো।
বাইদাওয়ে, জার বিয়া সে কই??
জার বিয়া তার খোজ নাই,
পাড়া পড়শী ব্লগার দের ঘুম নাই।
পোষ্টে চোখ রাখার জন্য ধন্যবাদ
আপনার সময় ব্যয় করে পোষ্ট টি পড়ার জন্য ধন্যবাদ--
আপনার উপস্তিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি
হাহাহা
==========================
বিয়ের আগে ও বিয়ে পরে
বিয়ের আগে এই দুর প্রবাসে প্রতিদিন সুন্দর সুন্দর এসএমএস পাইতাম। আর এখন বিয়ের পরে মাসের প্রথম সপ্তাহে মাত্র তিন শব্দের একটি মাত্র এসএমএস পাই..."তোমার টাকা পাইছি" হাহাহা--
চমত্কার হয়েছে লেখাটি।লিখতে থাকুন।
পোষ্টে চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ
ভালো থাকুন। বিয়ের খাবার আমি দিলাম।
রোষ্ট
গরুর গোস্ত
সময়ের এবং উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ
পোস্টে সময় দেওয়ার জন্য ধন্যবাদ
সময়ের জন্য ধন্যবাদ আপনাকে
আপা আপনার উপস্তিতি এবং সময়ের জন্য ধন্যবাদ
সময়ের জন্য ধন্যবাদ
পোস্টে আপনার নিজের সময় কে ব্যয় করে বিচরণের জন্য ধন্যবাদ
আপনার সবাই একমত তো?
পোষ্টে এসে এভাবে উদারতা প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ আপা
কনের জন্য
আপনার উপস্তিতি আমাকে কিভাবে উৎসাহ দিছে আপা বলার ভাষা খুঁজে পাচ্ছিনা --
কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি -
ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
আপু আপনার উপস্তিতি সত্যি ভাল লেগেছে এবং উৎসাহ জুগিয়েছে -- আপনাকে অশেষ ধন্যবাদ সময়ের জন্য
মন্তব্য করতে লগইন করুন