জাতীয় পরিচয়পত্র এবং অবহেলিত প্রবাসীদের বিড়ম্বনা
লিখেছেন লিখেছেন ছায়েদ শাহ ১৬ ডিসেম্বর, ২০১৫, ১১:৩০:২০ রাত
১৯৯৮ সালে দেশের উচ্চ আদালত প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার সংবিধান স্বীকৃত বলে ঘোষণা দিলেও দীর্ঘ ১৭ বছরে তাদের সে অধিকার বাস্তবায়ন করা হয়নি। দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থানকারী বাংলাদেশী ও প্রবাসী বিভিন্ন সংগঠনের দাবির পরেও প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার উদ্যোগও কোন সরকারের মধ্যে দেখা যায়নি। বিদেশে অবস্থানরত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে পরিচিত এই প্রবাসীদের প্রায় ১ কোটি বাংলাদেশীকে এই নিয়ে পড়তে হয় নানান জটিলতায়। বর্তমানে বাংলাদেশে পরিচয়পত্র ছাড়া অনেক কাজ করা প্রায় অসম্ভব। যেমন, আপনি আপনার মোবাইলের সিম কার্ড রেজিস্ট্রেশন করবেন, সিম্পলি মেসেজ অপশনে গিয়ে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে সেন্ট করলেই রেজিস্ট্রেশন হয়ে গেল। কিন্তু একজন প্রবাসী ইচ্ছে করলেই তা করতে পারেন না। কারণ তার কাছে আইডি কার্ড নেই। তাছাড়াও দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে নিজ এলাকায় প্রবাসীরা প্রায় অচেনা হয়ে যায়। যার কারণে নিজ এলাকায়ও কোন দুর্ঘটনা ঘটলে আইডি কার্ডটি অনেক জরুরী হতে পারে। জায়গা-জমি ক্রয় বিক্রয়, দলিলাদি সব কিছুতেই জাতীয় পরিচয়পত্রের ব্যবহার অপরিহার্য। প্রাই শোনা যায় প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য সরকার চিন্তা ভাবনা করছে, কিন্তু সেটা চিন্তা ভাবনার মধ্যেই থেকে গিয়েছে। বাস্তবে এর কোন সুফল প্রবাসীরা পায়নি। সরকার চাইলেই এ সমস্যাটি বিদেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস দ্বারা নিবন্ধন কার্যক্রম চালিয়ে সমাধান করতে পারে। দেশে গিয়ে আইডি বানানো প্রায় অসম্ভব, নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অফিস থেকে এসব কাজ করার নির্দেশ থাকলেও সাধারণত সংশ্লিষ্টদের এ ব্যাপারে রয়েছে যথেষ্ট অনীহা। ফলে বাধ্য হয়ে ঢাকামুখী হতে হয় প্রবাসীদের। এ মুহূর্তে নতুন রেজিস্ট্রেশন করতে সময় লাগে ন্যূনতম দুই মাস, মাইগ্রেশন করতে কয়েক মাস এবং ভুল সংশোধন করতে লেগে যায় কয়েক দিন। কার্ড না পাওয়া পর্যন্ত আগতদের ঢাকায় অবস্থান করতে হয় অথবা ঢাকায় যাতায়াত করতে হয় একাধিকবার। এতে সময়, শ্রম ও অর্থের লোকসান হয়। তাছাড়া দু'তিন মাসের বেশি ছুটি প্রবাসীদের হাতে থাকেনা। আর এ সুযোগে একটি চক্র প্রবাসীদের কাছ থেকে কাজ করে দেয়ার নামে অর্থ আদায়ের একটি মাধ্যম বের করে নেয়।
আশা করি সরকার এ বিষয়টি নিয়ে কাজ করবে।
ধন্যবাদ সবাইকে।
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন