আমার দুবাই ভ্রমণ,ছবি ব্লগ।
লিখেছেন লিখেছেন ছায়েদ শাহ ১৫ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৬:৫০ বিকাল
আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল।আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার দুবাই ভ্রমণ এবং ওখানকার কিছু ছবি।আমি,দীপক এবং দীপকের বাবা মা,আমরা আবুধাবী থেকে রাওনা হই সকাল সাতটায় দুবাইয়ের উদ্দেশ্যে।আমরা বুর্জ আল আরব,বুর্জ আল খলিফা, দুবাই ডলফিন সার্কাস এবং দুবাই ডের্জাট সাফারি আগেই বুকিং দিয়ে রেখেছিলাম।আটটা বিশ মিনিটে আমাদের গাড়ি দুবাই গিয়ে পৌছায়।প্রথমে আমাদের নিয়ে যাওয়া হ্য় বুর্জ আল আরব হোটেলে সকালের নাস্তার জন্য।আগে আপনাদেরকে বুর্জ আল আরব হোটেল সম্পর্কে কিছু জানিয়ে রাখি।
বুর্জ আল আরব
৩২১ মিটার উচু বুর্জ আল আরব বিশ্বের একমাত্র ৭ তারকা বিশিষ্ট বিলাসবহুল হোটেল।এটি একটি কৃত্রিম দ্বীপের উপর প্রতিষ্ঠিত।১৯৯৪ সালে এর নির্মান কাজ শুরু হয়।এই হোটেল নির্মানে মোট ব্যয় হয় $৬৫০ মিলিয়ন।এটি পৃথিবীর সবচেয়ে ব্যায় বহুল হোটেল।এই হোটেলর সবচেয়ে কম দামী সুইটটিরও প্রতি রাতের ভাড়া $১০০০।এবং সবচেয়ে দামিটির $২৮০০।
এরপর আমাদের নিয়ে যাওয়া হয় বুর্জ খলিফাতে
এবার আসুন বুর্জ খলিফা সম্পর্কে কিছু জানি।
"বুর্জ খলিফা" এটির উচ্চতা ৮১৮ মিটার তথা ২,৭১৭ ফুট,প্রায় আধা মাইল।নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালে।আর কাজ শেষ হয় ২০০৯ সালে। এটি তৈরীতে প্রায় ১.৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এর বহিপ্রার্ঙ্গনে অবস্থিত ফোয়ারা নির্মাণেই ব্যয় হয়েছে ১৩৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এই ভবনে ১,০৪৪টি বাসা (এপার্টমেন্ট) আছে ; ১৫৮তলায় আছে একটি মসজিদ ; ৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল। আরো আছে ১৬০ কক্ষ বিশিষ্ট একটি হোটেল। ১২৪তম তলায় দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে।[এ ভবনে সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল।২০০৪ সালে শিলান্যাসের পর থেকে অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে। এমনো দিন গেছে যে দিন ১২ হাজার নির্মাণ কমী একযোগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল।সে সময় প্রতি তিন দিন পর পর একটি ছাদ তৈরি করা হয়েছে।
ভেতরে প্রবেশের সময় এটি লক্ষ করলাম আর দেরি না করে একটা ফটো নিয়েই নিলাম।
এক'শ চব্বিশ তলা থেকে বাহিরের ভিউ দেখতেছি।
এটি দুবাইর নতুন একটা সিটি।বিল্ডিং গুলো কিন্তু অনেক বড় বড় দেখতে ছোট মনে হচ্ছে।
এটি দুবাইর নতুন একটা সিটি।বিল্ডিং গুলো কিন্তু অনেক বড় বড় দেখতে ছোট মনে হচ্ছে।
নিচের রাস্তা গুলো,রাতের বেলায় দেখতে আরও সুন্দর।
Dubai Desert Safari
এটি হচ্ছে আরবের মুরুভূমি, বুর্জ খালিফা থেকে প্রায় এিশ কিলোমিটার দুরে অবস্থিত।ভেতরে গেলে চারদিকে বালু ছাড়া আর কিছুই দেখা যায়না,শুধু বালু আর বালু।এ যেন এক বালুর সমুদ্র।
এর নাম র্কারলুস,অস্ট্রেলিয়া থেকে।তার সাথে গাড়িতে দেখা।এক সাথে বসেছিলাম বলে কিছু আলাপ সালাপ হয়।একটু গরম পড়ছিল তখন তাই শালা গায়ের জামা খুলে ফেলল।এদেরতো আবার লজ্জা শরম বলতে কিছু নেই।
Dubai Dolphinarium
আরো অনেক জায়গায় গিয়েছিলাম সেগুলো অন্য দিন শেয়ার করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন।আল্লাহ হাফেজ।
বিষয়: সাহিত্য
৪২৪২ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা বাংলাদু্বাইতে থাকি
আমরা এখন রাজনৈতিক ফেরেস্তাদের তৈরী গ্যাড়াকলে থাকি।
ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন