চেতনা

লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ২৭ মার্চ, ২০১৪, ০২:১২:২৪ দুপুর

চেতনা?

এমন এক ম্যাগনেট

সংস্পর্শেই কানা ভোলাও

বিশাল বপু প্রেগনেন্ট।

...........

লোক দেখানো চেতনা?

আজ বড়ই দাপটভাব

এর ঠ্যালায় নীতির মায়ের

বেশ অভাব।

...

দেখছি

চেতনার ঠ্যালার জোড়ে

জ্ঞানী তকমার মানুষগুলো

গাধা হয়ে ঘোরে।

.............

ভাবছি

কবে টাকার মালিক হব?

কিছু টাকা খরচা দিয়ে

রেকর্ড বইতে শেয়ার হব।

(আমি ছড়ার ছ-ও পারিনা তাই এই ঘোড়ারডিম প্রসব করলাম। ডন্ট মাইন্ড Tongue Tongue Tongue)

বিষয়: বিবিধ

১৪৩৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198713
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:১৩
চুতিয়া লিখেছেন : মায়েরে বাপ! শিরাম পুষ্টিকর পুষ্টাইছেন।
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৫
148593
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : তা মিয়া কি পুষ্টির জোড়েও চোখ দুই আলু করছেন?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৯
148625
চুতিয়া লিখেছেন : আলু কর্ছি কৈবাল? চোখের ভিত্রে সানি লিওন। Rolling on the Floor
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৬
149278
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আর কাউরে পাওয়া গেল না? ভাই।
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৬
149279
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আর কাউরে পাওয়া গেল না? ভাই।
198721
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:২৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৫
148594
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
198727
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৯
হতভাগা লিখেছেন :
বিশাল বপু প্রেগনেন্ট।



শব্দ চয়ন ও ভাষার ব্যবহার মাধুর্য্যময়

চালিয়ে যান , আপনাকে দিয়েই হবে ।
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৫
148595
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : ক্যামতে চালাই ভাই, একটা বিষয় নিয়ে এখতে গেলে হাজার চিন্তা মাথায় আসে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
198735
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:০১
জেদ্দাবাসী লিখেছেন : ভালো লাগলো । লেখা চালিয়ে যান ।
পো্স্টে প্লাস++++++++ Rose
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২২
148599
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : যাক। আমিতো ভয় পেয়েছিলা। এবার আপনাদের দোয়ায় মাঝে মাঝে ছড়া নামক জগাখিচুরী পরিবেশন করব আশারাখি। Tongue
199043
২৮ মার্চ ২০১৪ রাত ০৩:০৭
মাটিরলাঠি লিখেছেন : কেডায় কইছে ছড়া হয় নাই? - "বিশাল বপু প্রেগনেন্ট" - অসাম, অসাম....

২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৮
149280
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : কি সর্বনাশা কমেন্টরে বাবা।
অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File