লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হবে। কিসের জন্য?
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১৯ মার্চ, ২০১৪, ০৭:৪৬:৪৯ সন্ধ্যা
লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হবে।
কিসের জন্য?
একটা রেকর্ডের জন্য।......
কেমন রেকর্ড?
যা কয়েকদিন পরই হয়তো ভেঙ্গ যাবে। ...
বাজেট কত?
মাত্র ৫০,০০,০০,০০০/- (পঞ্চাশ কোটি)........
কত টাকা????
কতই আর? সরকারের পক্ষে এই টাকা ম্যানেজ করা মোটেই কঠিন না।
এই টাকা সংগ্রহ করা কঠিন না। যার ফলাফলটা মোটেই দীর্ঘ মেয়াদী বা সাময়িক কোনো ফল আনবে না। হয়তো কয়েকদিন তৃপ্তির ঢেকুর বেরোবে মুখ থেকে। আর কিছু?
কিন্তু যে দেশে----
মানুষ মরে না খেয়ে, নিজ দেশের অবকাঠামো নিয়ে নিজেরাই লজ্জিত, দেশ থেকে বিদেশে পাড়ি জমাতে স্বপ্ন দেখে বেশীরভাগ মানুষ, ট্যালেন্টরা বিদেশপানে তাকিয়ে থাকে উজ্জল ভবিষ্যতের জন্য, রাজৈনিতক কারণে মানুষ এ দেশ ছাড়তে পারলেই বাচে, বেকারত্বের অভিশাপ প্রকট, নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে আরো কত কি???????????
বিদ্যুতের দাম বৃদ্ধিতে মানুষ দিশেহারা। কেন? সরকারী কোষাগার খালি?
কেন কিছু ভর্তূকী দিয়ে দামটা না বাড়িয়ে পারা যেত না?
.
মানুষ কতটা গাধা হতে পারে তা দেখতে হলে বাংলাদেশে নজর দিতে হবেই।
.
.
আরিফুল ইসলাম
১৯/০৩/২০১৪
বিষয়: বিবিধ
১৫১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
এই দেশ প্রেম কোথায় ছিল যখন টি২০ কনসার্টে দেশের শিল্পীদের ডেকে এনে বসিয়ে রেখে বিদেশীদেরকেই বেশী প্রাধান্য দেওয়া হয়েছিল ?
পতাকা বানিয়ে বিশ্ব রেকর্ড , জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড - এর মত এরকম সস্তা জনপ্রিয়তা পাবার মত কাজ করার আইডিয়া তাদেরই মস্তিষ্ক থেকে এসেছে যারা একাত্তরে সীমান্তের ওপারে পালিয়ে গিয়েছিল/সময়,সুযোগ থাকা সত্ত্বেও যুদ্ধে যায় নি ।
মন্তব্য করতে লগইন করুন