আমার প্রিয় কিছু গানের কথা------
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১২ মার্চ, ২০১৪, ০৫:০৭:৫৫ বিকাল
সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর
যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
-মতিউর রহমান মল্লিক-
ওরা আমায় বুঝলো না মা
ওরা আমায় বুঝলো না মা
জীবনের দাম দিতে জানলোনা মা
তোমার কোলে জড়িয়ে গিয়ে
শেষ কথাটি বলতে দিল না ॥
তুমি তো বলেছিলে মা,
বাতিলের কাছে মাথা নোয়াবে না
শুধু এই টুকু অপরাধে, তোমার খোকার বুকে
রক্ত ঝরালো মা, ওরা আমার বুঝলো না মা।
তুমি না বলেছিলে মা,
কোরানের পথ ছেড়ে যাসনে খোকা।
শুধু এই টুকু অপরাধে, তোমার খুশির চোখে
অশ্রু ঝরালো মা, ওরা আমায় বুঝলোনা মা ।
আসলামও নেই মা আসগরও নেই
শফিক আর ইয়াহিয়া, সাব্বির ও নেই মা
মালেকও নেই মা, জাব্বারও নেই
কাসেম আর রশিদ ইকবালও নেই মা
প্রাণের মায়া ভুলে, তাঁরাও তোমাকে ফেলে
খোদার প্রিয় হতে চলে গেছে মা আলবিদা মা আলবিদা ।
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
হে খোদা মোর হৃদয় হতে
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
তুমি ছাড়া কেউ যেন আর
জায়গা না পায় লুকিয়ে থাকার
এই অন্তরে এই পরানে
তুমি কামনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
আলেয়া সব আলো তো নয়
মিথ্যা অমানিশা
খাঁটি প্রেমের তুমি আঁধার
আর সকলই বৃথা
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
যায় ভাসিয়ে
যেন আমি দহন বেদনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
দহন
যাতনা...
-মতিউর রহমান মল্লিক-
কোথা সে মুসলমান
আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান।
কোথা সে আরিফ, অভেদ যাহার জীবন- মৃত্য- জ্ঞান।।
যার মুখে শুনি তওহিদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম;
যার দ্বীন দ্বীন রবে কাঁপিত দুনিয়া জ্বীন পরী ইনসান।।
স্ত্রী- পুত্ররে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক
সেহে কোরবানী দিত প্রান, হায়! আজ তারা মাগে বিখ।
কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া
ত্রিভুবনে ভয় করিত না যারা,
আজাদ করিতে এসেছিল যারা সাথে ল'য়ে কোরান।।
-কাজী নজরুল ইসলাম-
জান্নাত লিখে দিও নসিবে আমার
জান্নাত লিখে দিও নসিবে আমার
ওগো প্রেমময় ওগো দয়াময়
শরাবের ঝরনা ও দুধের নহর
চিরবহমান তলদেশে যার।
রোদেলা হাশরে দিও রহমের ছাতা
ডানহাতে পাই যেন আমলের খাতা
সুকঠিন পিপাসায় ফাটে যদি এ বুক
ভালোবেসে তুমি দিও কাউসার।
আমাকে যখন কেউ চিনবে না হায়
কাছে টেনে নিও তুমি প্রীতি মমতায়
দোযখের ওপরে যে ভয়ানক পুল
চোখের পলকে করে দিও পার।
চুলচেরা হিসেবের সুমহান দিনে
আমাকে বেঁধো না প্রভু গুনাহের ঋণে
শাফায়াত যেন পাই প্রিয় রাসুলের
তোমার কাছে এ মিনতি আমার।
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: মারুফ আল্লাম
বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি
বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি
আর দেখি সাগরের ঢেউ
একটি একটি করে সবগুলো ক্ষয়ে যায়
স্মৃতি হয়ে থাকে না তো কেউ।
শৈশব পার হয়ে কৈশোর এসেছিল
রূপরসমাখা এই ভবে
যৌবন ধীরে ধীরে চলে গেল দূরে হায়
জানি না কি জানি কোন ভাবে
সামনে রয়েছে শুধু অস্তের বেলাভূমি
হয়তো চলে যাবে সেও
স্মৃতি হয়ে থাকবে না কেউ।
করিনি তো কোনো কাজ সারাটি জীবন ধরে
মরিচিকা মায়াজালে পড়ে
সন্ধ্যার রাঙা রোদ রাঙায় না এ দু’চোখ
শূন্যতা ব্যাথা হয়ে নড়ে
এমনি করেই গেল জীবনের সব পালা
এসে গেল মরনের ঢেউ
স্মৃতি ছাড়া থাকবে না কেউ।
কথা : আবু হুরায়রা মাহমুদ
সুর: মশিউর রহমান
মুসলিম আমি সংগ্রামী আমি
মুসলিম আমি সংগ্রামী আমি
আমি চির রণবীর
আল্লাহকে ছাড়া কাউকে মানিনা
নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর।।
বিপ্লবী আমি চির সৈনিক
চির দুর্জয় চির নির্ভীক
আলকোরানের শমশির আমি
কুটি কুটি করি রাতের ভীড়
নারায়ে তাকবীর।।
কে সে কহে আমি ভেসে গেছি আজ মিথ্যার সয়লাবে
শক্তি আমার দেখিও আবার বাজবে দামামা যবে
আল্লার আমি শক্তি অসীম
আলী হায়দার ইবনে কাশিম
সারা দুনিয়ার সরদার আমি
চির উন্নত উচ্চ শির
নারায়ে তাকবীর।।
মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ করে
লাখো শহীদের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে
সেই মুসলিম চির উদ্দাম
তাইতো বজ্র শপথ নিলাম
আল্লাহর রাজ গড়বো এবার
চির শান্তির সুখের নীড়
নারায়ে তাকবীর।।
মতিউর রহমান মল্লিক
বাজিছে দামামা বাঁধরে আমামা
বাজিছে দামামা বাঁধরে আমামা
শির উঁচু করি মুসলমান।
দাওয়াত এসেছে নয়া যমানার
ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান।।
মুখেতে কালেমা হাতে তলোয়ার,
বুকে ইসলামী জোশ দুর্বার,
হৃদয়ে লইয়া এশক আল্লাহর
চল আগে চল বাজে বিষান।
ভয় নাই তর গলায় তাবিজ
বাঁধা যে রে তোর পাক কোরান।।
নহি মোরা জীব ভোগ- বিলাসের,
শাহাদাত ছিল কাম্য মোদের,
ভিখারির সাজে খলীফা যাদের
শাসন করিল আধা জাহান-
তারা আজ পড়ে ঘুমায়ে বেহুঁশ
বাহিরে বহিছে ঝড় তুফান।।
ঘুমাইয়া কাজা করেছি ফজর,
তখনো জাগিনি যখন যোহর,
হেলা ও খেলায় কেটেছে আসর
মাগরিবের আজ শুনি আজান।
জামাত শামিল হওরে এশাতে
এখনো জমাতে আছে স্থান।।
শুকনো রুটিকে সম্বল ক’রে
যে ঈমান আর যে প্রানের জোরে
ফিরেছে জগত মন্থন ক’রে
সে শক্তি আজ ফিরিয়ে আন।
আল্লাহ আকবর রবে পুনঃ
কাঁপুক বিশ্ব দূর বিমান।।
-কাজী নজরুল ইসলাম-
বিষয়: বিবিধ
২৪৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন