চমতকার একটি ধাঁধাঁ।

লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১১ মার্চ, ২০১৪, ০১:০২:২৩ দুপুর

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ব্লগে আসতে পারি না, কেন জানি ওপেন হয়না মাঝে মাঝে।

এই ধাঁধাঁটি ভাল লাগবে যারা মাথা ঝালাই করতে ভালবাসেন তাদের জন্য।

নিচের বাসটি চলমান একটি বাস। তার গন্তব্যে চলছে।

আপনি বাসটি পাশ থেকে দেখছেন। এটি বিদেশ নয় বাংলাদেশের প্রেক্ষাপটে কল্পণা করুন।

সহজ প্রশ্ন ,বলুনতো বাসটি আপনার ডান দিকে নাকি বাম দিকে যাচ্ছে?



বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190455
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:২৬
আবু সাইফ লিখেছেন : ওটা ডানদিকে যাচ্ছে-

বামদিকে গেলে গেট দেখা যেতো!
১১ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৩
141509
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : ...?
190465
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি কোন দিকে দাড়িয়ে আছি।
১১ মার্চ ২০১৪ দুপুর ০৩:২২
141508
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : যেভাবে দেখছেন...
190474
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:১৩
হতভাগা লিখেছেন : আমি যদি গাড়ি যে দিকে যাচ্ছে সে দিকে মুখ করে থাকি তাহলে গাড়ি আমার ডান দিকে

আর যদি গাড়ির মুখো মুখি থাকি তাহলে সে আমার বাম দিকে ।
১১ মার্চ ২০১৪ দুপুর ০৩:২২
141507
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আরো ভাবুন...
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৬
141599
হতভাগা লিখেছেন : :Thinking :Thinking :Thinking
190508
১১ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫২
হাবিবুল্লাহ লিখেছেন : গাড়ি তো আমার সামনে। তবে আমি গাড়ির কোন দিকে সেটা ভাবছি। পেয়েছি, আমিও গাড়ির সামনে। একটু পরেই তাতে উঠে যাবো। কিন্তু দরজা?
আগে একটা দরজা বানান। তারপরেই নাহলে উঠি।
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩১
141561
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : হা হা হা আপাতত জানালা গলেই না হয় উঠুন Smug Smug
190824
১১ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
সজল আহমেদ লিখেছেন : গাড়িতে তো বাম দিক দিয়েই উঠতে হয় নাকি?
191001
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৩
রক্তলাল লিখেছেন : বাম দিকে যাচ্ছে। আবার আমি যেখানে থাকি সে জায়গা হইলে ঠিক উল্টা।
200990
৩১ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
আহ জীবন লিখেছেন : গাড়ি কোন হাতে চালিত ?
201693
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৪
আহ জীবন লিখেছেন : এইডা কেমন কুত কুতি, উত্তর দেন না কেরে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File