আমার যে কি হইলো আল্লাহ তায়ালাই জানে।

লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ০১ মার্চ, ২০১৪, ১০:১৩:৪০ সকাল



সমস্যা: ভুলোমন যাকে বলে। সাইকেলের আর ড্রয়ারের চাবিতো প্রতিদিন-ই হারাই কয়েকবার।

কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ে করব ঠিক করলে ঐ সময়ের অনেক পরে মনে পরে যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আবার মাঝে মাঝে সিদ্ধান্ত নিয়েছিলাম কিনা তা নিয়েই কনফিউশনে পড়ি।

ফিলিংস: আমি মনে হয় আইনস্টাইনের দিকে যাচ্ছি।

বেচারা আইনস্টাইনের কথা চিন্তা করেই আপাতত শান্তি পাচ্ছি। অবশ্য বড় বড় সব বিজ্ঞানী বা মনীষীরাই আমার মত ছিলেন Tongue Tongue Tongue Tongue Tongue

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184881
০১ মার্চ ২০১৪ সকাল ১০:২১
আহমদ মুসা লিখেছেন : মন ভোলা রোগের যদি ক্ষেত্রে যদি পুরুস্কারের আয়োজন করে তবে আমিই প্রথম পুরুস্কার পেয়ে যেতাম।
০১ মার্চ ২০১৪ সকাল ১০:২৪
136800
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : হুম.. বললেন একটা কথা!! আমি মাঝে মাঝে রাতে স্বপ্ন দেখি ভোরে স্বপ্নে কি দেখেছিলাম মনে থাকে না। আর পরে স্বপ্ন যে দেখছিলাম তাই...... বুঝেন এবার। তবে ভয়ানক স্বপ্নগুলো ভুলে যাই এটা ভালো। কি বলেন???
184894
০১ মার্চ ২০১৪ সকাল ১১:৪১
বিন হারুন লিখেছেন : আপনার মিষ্টি কথাটা শুনে মিষ্টি স্বপ্ন দেখা শুরু করলাম Happy
০১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৩
136828
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : এমনযেন না হয় ভাই--

ডাক্তার আর রোগী কথা বলছে:-

ডাক্তার: বলুন আপনার সমস্যা কী?

রোগী: ডাক্তার সাব, আমি স্বপ্নে দেখছি আমি বিশাল একটা শশা খাচ্ছি।

ডাক্তার: তো কি হইছে?

রোগী: সমস্যা হইল সকালে উইঠা দেখি আমার কোলবালিশ অর্ধেক নাই।
০১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৪
136829
বিন হারুন লিখেছেন : Rolling on the Floor
০১ মার্চ ২০১৪ দুপুর ০১:০০
136830
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : এমনে হাসলে হবে????
184937
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:২৫
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :

ডিম আগে না মুরগী আগে এই টা চিন্তা করতে থাকুন
সাবধান ! চিন্তার সময় আবার ডিম মনে করে নিজের ঘড়ি বা মোবাইল খানা সিদ্ধ করে দিয়েন না,
এইভাবে মাসে চৌদ্দবার ভিবিন্ন ধরনের ক্রু বের করবেন আস্তে আস্তে আপনি সুস্থ্য হয়ে যাবেন আশা করি
০১ মার্চ ২০১৪ রাত ০৮:০৯
137011
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : হেহ্ ভাই এই সমস্যার সমাধান করছি টেনে পড়তে। অবশ্যই মুরগী আগে তানা হলে ডিমে তা দেবে কে? Winking Winking আমি আবার ধাধা ভক্ত কিনা। এভাবেই মনে হয় গেলাম ভাইরে.....
185104
০১ মার্চ ২০১৪ রাত ০৮:২৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঐই মিয়া আইনস্টাইন আবার কে? সেতো আমার ছাত্র ছিল।
০২ মার্চ ২০১৪ সকাল ১১:৪৯
137309
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : কি ছাত্র আইনস্টাইন শুনেছি মেয়ে পাগলা ছিল। ঐ দিক থেকে নাকি। Tongue Tongue Tongue Tongue Tongue
185404
০২ মার্চ ২০১৪ সকাল ১০:৪১
সজল আহমেদ লিখেছেন : খাইছে তাইলে আপনার ও তো মনীষী হওয়ার লক্ষন দেখতেছি!
০২ মার্চ ২০১৪ সকাল ১১:৪৯
137310
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : হুহুহুহুহু দেখতে হবে না..........?
০২ মার্চ ২০১৪ দুপুর ১২:১০
137318
সজল আহমেদ লিখেছেন : হুম
186480
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:৩৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি মনে হয় আইনস্টাইনের দিকে যাচ্ছি। -অভিনন্দন Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
০৬ মার্চ ২০১৪ সকাল ১০:২৯
139188
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনি আমারে অভিনন্দন জানাচ্ছেন?????

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File