এবার সহজেই আপনার কম্পিউটারে পড়ুন ঝকঝকে বাংলা। (টেক পোস্ট-০২)
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৬:১৯ দুপুর
প্রথমেই আমার আগের পোস্টে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের আজীবন মেয়াদে চালানো বিষয়ে যে পোষ্ট করেছিলাম সেটা আবার এডিট করে দিয়েছি। কারণ কয়েকজন ভাই ওটা ডাউনলোড করতে পারেননি মিডিয়াফায়ার লিংক ছিল তাই এবার গুগল ড্রাইভ লিঙক দিলাম ওটা ডিফল্ট ডাউনলোডার দিয়েই নামবে। আগের পোস্টটি দেখুন IDM (Internet Download Manager)এর আজীবন লাইসেস্ন এবার নিয়ে নিন।
আজ আপনাদের জানাবো কিভাবে আপনার কম্পিউটারে একদম ঝকঝেক বাংলা পড়বেন।
অনেকেই ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু বাংলা ভেঙ্গে ভেঙ্গে আসায় বাংলা পড়তে পারেননা তাদের জন্য এই পোষ্ট।
প্রথমেই এখানে গিয়ে বাংলা ফন্ট নামিয়ে নিন এবং ইন্সটল করুন।
আপনার ফায়ারফক্স এর Tools এর Option এ যান তারপর content এ গিয়ে advanced এ যান।
এরপর fonts for অপশন থেকে বাংলা নিয়ে serif ও sens serif পরিবর্তন করে আপনার ইন্সটলকৃত ফন্ট সিলেক্ট দিন (Kalpurush, Siyam Rupali) ইত্যাদি।
এর পর ok দিয়ে বের হয়ে আসুন।
দেখুন আপনার বাঙলা ঝকঝকে আসবে।
ছবিসহ বিস্তারিত দেখতে আমার ব্লগে যেতে পারেন:
Sweet Dream
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন