IDM (Internet Download Manager)এর আজীবন লাইসেস্ন এবার নিয়ে নিন। (টেক পোস্ট-০১)
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৫:৩৯ দুপুর
IDM (Internet Download Manager)এর লাইসেস্ন এবার নিয়ে নিন।
যাদের IDM (Internet Download Manager) এর লাইসেন্স যাদের নেই তারা এই পদ্ধতে অবলম্বন করতে পারেন। খুব সহজেই আবার আপনার আইডিএম দিয়ে ডাউনলোড করতে পারেন। জানেন নিশ্চয়ই এর সুবিধা অনেক বড় সুবিধা হল ডাউনলোডের মাঝখানে বন্ধহয়ে গেলেও আবার সেখান থেকেই ডাউনলোড শুরু হয়। গতিও দ্রুত।
* প্রথমে আপনার ইন্সটল করা IDM টি আনইন্সটল করুন।
* এখান থেকে নামিয়ে নিন আইডিএম-এর ফোল্ডারটি এবং যেখানে ইচ্ছে সেভ করুন।
* ফাইলটি জিপ করা যদি আপনার Win rarনা থাকে তবে এখান থেকেনামিয়ে নিন।
* নেটোয়ার্ক ডিসেবল করে ডাউনলোড কৃত ফোল্ডার থেকে আইডিএম ওপেন করুন।
* এবার আপনার লাইসেন্স চাইবে আর আপনি হ্যাক করবেন।
* ডাউনলোডকৃত ফোল্ডারে SN নামে একটি টেক্সট ফাইল আছে ওটা ওপেন করে সব তথ্য দিয়ে দিন।
Click this linkএখান থেকে IDM Crack নামিয়ে নিন[/url]
* এবার নেটোয়ার্ক ইনেবল করে ডাউনলোড করুন দূর্দান্ত।
যদি ডায়লগ বক্স আসে তবে বক্সটি কোন এক কর্ণারে রেখে দিন কোন সমস্যা হবে না।
কারো যদি বুঝতে সমস্যা হয় ফেসবুকে আমার সাথে আলাপ করতে পারেন যাদের ডাউনলোডে সমস্যা হচ্ছে তারা ইমেইল দিলে আমি এটাচ ফাইল পাঠিয়ে দিব।
বিষয়: বিবিধ
১৭৮৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি অনেক আগে থেকে খুজছি শালার আইডিএমন সফটোয়ার ভাইকে, এইবার যদি সত্যি সত্যি আপনার কথা অনুযায়ী আজীবন হয় তাহলে আপনার কাছে আমার অনেক অনেক অনেক কৃতাজ্ঞতা থাকবে আজীবন
আর কোন সমস্যা হলে জানাবেন। আমি এই পদ্ধতিতে ব্যবহার করছি। ধন্যবাদ।
কমেন্টে লিংক দিচ্ছি সেখানে স্ক্রীন শট সহ দিলাম।
Mohammed Omar Faroque Daffodils
* কম্পিউটার রিস্টার্ট করুন।
* শুরুতে লাইসেন্স চাইবে যে বক্সটা সেটা এক পাশে রেখে নেটোয়ার্ক ডিজেবল করে দিন।
* তারপর বক্সে আমার দেয়া লিংক থেকে আইডিএম ফাইলটা নামিয়ে SN.txt নামে টেক্সট ফাইলটা ওপেন করে তথ্যগুলো দিয়ে ওকে দিন। এরপর একান ম্যাসেজ আসলে ক্লোজ করে দিন সর্বশেষ একটা ম্যাসেজ বারে বারে আসবে ওটা কোন এক কর্ণারে রেখে কাজ করুন। কোনো সমস্যা হবে না আশা করি। সমাধান হলে জানাবেন দয়া করে না হলেও জানাবেন প্লিজ। আর বিস্তারিত জানতে আমার ব্লগে যেতে পারেন। আর কোন সমস্যা হলে প্রশ্ন রাখতে পারেন।
আপনাকে আগাম ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন