IDM (Internet Download Manager)এর আজীবন লাইসেস্ন এবার নিয়ে নিন। (টেক পোস্ট-০১)

লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৫:৩৯ দুপুর

IDM (Internet Download Manager)এর লাইসেস্ন এবার নিয়ে নিন।

যাদের IDM (Internet Download Manager) এর লাইসেন্স যাদের নেই তারা এই পদ্ধতে অবলম্বন করতে পারেন। খুব সহজেই আবার আপনার আইডিএম দিয়ে ডাউনলোড করতে পারেন। জানেন নিশ্চয়ই এর সুবিধা অনেক বড় সুবিধা হল ডাউনলোডের মাঝখানে বন্ধহয়ে গেলেও আবার সেখান থেকেই ডাউনলোড শুরু হয়। গতিও দ্রুত।

* প্রথমে আপনার ইন্সটল করা IDM টি আনইন্সটল করুন।

* এখান থেকে নামিয়ে নিন আইডিএম-এর ফোল্ডারটি এবং যেখানে ইচ্ছে সেভ করুন।

* ফাইলটি জিপ করা যদি আপনার Win rarনা থাকে তবে এখান থেকেনামিয়ে নিন।

* নেটোয়ার্ক ডিসেবল করে ডাউনলোড কৃত ফোল্ডার থেকে আইডিএম ওপেন করুন।

* এবার আপনার লাইসেন্স চাইবে আর আপনি হ্যাক করবেন।

* ডাউনলোডকৃত ফোল্ডারে SN নামে একটি টেক্সট ফাইল আছে ওটা ওপেন করে সব তথ্য দিয়ে দিন।

Click this linkএখান থেকে IDM Crack নামিয়ে নিন[/url]

* এবার নেটোয়ার্ক ইনেবল করে ডাউনলোড করুন দূর্দান্ত।

যদি ডায়লগ বক্স আসে তবে বক্সটি কোন এক কর্ণারে রেখে দিন কোন সমস্যা হবে না।

কারো যদি বুঝতে সমস্যা হয় ফেসবুকে আমার সাথে আলাপ করতে পারেন যাদের ডাউনলোডে সমস্যা হচ্ছে তারা ইমেইল দিলে আমি এটাচ ফাইল পাঠিয়ে দিব।

বিষয়: বিবিধ

১৭৮৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177324
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১০
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ভাই আপনে অনেক ভাল কাজ করেছেন
আমি অনেক আগে থেকে খুজছি শালার আইডিএমন সফটোয়ার ভাইকে, এইবার যদি সত্যি সত্যি আপনার কথা অনুযায়ী আজীবন হয় তাহলে আপনার কাছে আমার অনেক অনেক অনেক কৃতাজ্ঞতা থাকবে আজীবন
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০২
130466
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনি বলেছেন তার পর লাইসেন্স চাইবে আপনি হ্যাক করিয়েন কিভাবে হ্যাক আমি ত জানতে পারছিনা
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৫
130468
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আনইন্সটল করার পর। আর ইন্সটল দিবেন না। আপনাকে পোর্টেবল আইডিএম অর্থ্যাত আমার ব্লগ থেকে নামিয়ে নিবেন যেটা সটা ব্যবহার করবেন। ওই ফোল্ডারে আইডিএম ওপেন করলেই আপনার রাইসেন্স চাইবে তখন। SN টেক্সট ফাইল ওপেন করে তথ্য দিবেন। তবে হ্যাক করার আগে অবশ্যই নেটোোয়ার্ক ডিজেবল করে নিবেন।
আর কোন সমস্যা হলে জানাবেন। আমি এই পদ্ধতিতে ব্যবহার করছি। ধন্যবাদ।
177339
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৩
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : কষ্ট যখন করেছেন আর একটু কষ্ট করেন প্লিজ, আমাকে চার্ট সহ দিতে পারবেন, আমি SN টেক্সট পাচ্ছিনা, মনে হয় এই ক্ষেত্রে আমি দূর্বল, তবে আমি যদি আপনার দ্বারা সেটা পারি নিজেকে ধন্য মনে করবো-
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
130475
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : একটু অপেক্ষা করুন আমি বিস্তারিত ফটো সহকারে দিচ্ছি।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
130476
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনরা ফেসবুক আইডি থাকলে দিন। চ্যাটে শেয়ার করা যাবে।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৬
130479
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : কমেন্টে স্ক্রীনশট দিলাম। সমস্যা হলে জানাবেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৭
130482
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : দুখিত ভাই এখানে দিতে পারছিনা একটু ব্যাস্ত তাই।
কমেন্টে লিংক দিচ্ছি সেখানে স্ক্রীন শট সহ দিলাম।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০০
130837
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : https://www.facebook.com/
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০১
130838
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : https://www.facebook.com/profile.php?id=100007202771740
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০২
130839
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
Mohammed Omar Faroque Daffodils
177348
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৮
177350
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৩
মাজহার১৩ লিখেছেন : কই পাওয়া যাচ্ছে না তো
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৪
130494
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : কি পাওয়া যাচ্ছে না ভাই? ডাউনলোড লিং্ক নাকি অন্য কিছু? সবইতো ঠিক দেখছি, কাইন্ডলি বিস্তারিত জানান।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৫
130508
মাজহার১৩ লিখেছেন : লিঙ্ক আছে কিন্ত ক্লিক করার পর ব্লক দেখাচ্ছে।
177368
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১২
আহমদ মুসা লিখেছেন : ব্লগটি পড়ে ধারনাটি স্পষ্ট হলো না। আমিও চেষ্টা করে দেখলাম। কিন্তু কোন ইতিবাচক রেজাল্ট পেলাম না।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৭
130509
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : সমস্যাটা কি সেটা বলেল ভালো হতো? আইডিএম কি ডাউনলোড হয় না? নাকি অন্য সমস্যা। আমিতো এই প্রক্রিয়ায় ব্যবহার করছি।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
130514
আহমদ মুসা লিখেছেন : আপনার দেয়া নির্দেশনা অনুযায়ী আইডিএম ডাইনলোড হচ্ছে না।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
130540
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : এটা মিডিয়া ফায়ার লিঙ্ক তাই সরাসরি ডাউনলোড হচ্ছে না। আপনার মেইল এড্রেস দিন আমি সেন্ড করে দিচ্ছি।
177386
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : কারো যদি বুঝতে সমস্যা হয় ফেসবুকে আমার সাথে আলাপ করতে পারেন
179429
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৩
হাবিবুল্লাহ লিখেছেন : আমার পিসি তে ইন্টারনেট ডাউনলোডার ম্যানেজার একবার এন্সটল করেছি। ক দিন কাজ করেছে। এখন করছে না। আনইন্সটল করলাম। তাও ভাল মতে হল না। ও হ্যাঁ প্রথমে ভাল মতে ইন্সটলও হয়নি। একটু আটকে ছিল। এখন আর আনইন্সটল হচ্ছে না। এর আনইন্সটল সপ্টোওয়ার দিয়ে আনইনস্টল করলাম। বলে যে আনইন্সটল হয়েছে। পিসিও রিস্টার্ট হয়। পরে দেখা যায় আবার স্ক্রীনে ভেসে উঠে তবে কাজ করে না। আবার ইন্সটল করতে গেল অই প্রথমে যে বলেছিলাম অর্ধেক হয়েছিল তা দেখায়। কি করব একটু জানাবেন দয়া করে।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৬
132507
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনার সি ড্রাইভে যদি আইডিএম-এর ফোল্ডার থাকে তাহলে ডিলেট করুন। আর তা না হলে
* কম্পিউটার রিস্টার্ট করুন।
* শুরুতে লাইসেন্স চাইবে যে বক্সটা সেটা এক পাশে রেখে নেটোয়ার্ক ডিজেবল করে দিন।
* তারপর বক্সে আমার দেয়া লিংক থেকে আইডিএম ফাইলটা নামিয়ে SN.txt নামে টেক্সট ফাইলটা ওপেন করে তথ্যগুলো দিয়ে ওকে দিন। এরপর একান ম্যাসেজ আসলে ক্লোজ করে দিন সর্বশেষ একটা ম্যাসেজ বারে বারে আসবে ওটা কোন এক কর্ণারে রেখে কাজ করুন। কোনো সমস্যা হবে না আশা করি। সমাধান হলে জানাবেন দয়া করে না হলেও জানাবেন প্লিজ। আর বিস্তারিত জানতে আমার ব্লগে যেতে পারেন। আর কোন সমস্যা হলে প্রশ্ন রাখতে পারেন।
179433
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : -প্রেরণ করলে কৃতজ্ঞ থাকবো।
আপনাকে আগাম ধন্যবাদ।
২০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৪
132781
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনার আগাম ধন্যবাদের জন্য ধন্যবাদ। আমার গুগল ড্রাইভ থেকে আপনার জন্য কমেন্টে শেয়ার করলাম এখান থেকে নামিয়ে নেন।
179773
২০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৪

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File