অন্ধ, খোড়া ও ভিখারীর কৌতুক বনাম ভালোবাসা দিবস
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৮:৫৪ সকাল
এক অন্ধ, খোড়া ও ভিখারীর মধ্যে ব্যাপক বন্ধুত্ব ছিল। একদিন আমবশ্যার রাতে তারা একত্রে বাহিরে বেরিয়েছিল। কিছুক্ষণ চুপচাপ দাড়িয়ে থাকার পড় যখন কেউ কিছু বলছে না তখন অন্ধ আপন মনে বলে উঠলো: 'আহ! আকাশে কি সুন্দর তারা ভালোই লাগছে।' এই কথা শুনে ভিখারীটি ভীষণ রেগে খোড়াকে বলল: 'ঐ কানায় কয়কিরে? অরে একটা লাত্থি মাইরা হাসপাতালে পাডাইয়া দে যত খরচ লাগে আমি দিমু।'
১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে কিছু মানুষে ভালোবাসার উপর্যুপুরি আবেগ দেখে উপরের কৌতুক আমার মনে পড়েছিলো গতকালকে। যদিও আমি ঐ কৌতুকটি ছোটবেলাই শুনেছি এবং পড়েছি অনেক জায়গায়। আমার মনে এই দিবসের হর্তা কর্তা পালনকর্তা সবাইকেই এ কৌতুকটির মাঝে খুঁঁজে পাওয়া যাবে।
১৩ থেকে ১৫ ফেব্রুয়ারীর রাতগুলোতে ভালোবাসা উপচে পড়ে উপভোগে আর দিনে উপচে পড়ে প্রকাশে। আর সেকি ভালোবাসা! আজ ভালোবাসা দেখে মনে হয় পশ্চিমারা যে ভালোবাসায় উদ্দীপ্ত এখানে আমরাও ঐ ভাব নিয়ে ডুবে থাকব, তাহলে কিসের পূর্ব-পশ্চিম আর কিসের ধর্ম আর ভদ্রতা। আর এটাই যদি ভদ্রতা ও উদারতার উদাহরণ হয় তবে রাস্তার পতিতারা কি সর্বোচ্চ উদার মনের নয় যারা সামান্য টাকার বিনিময়ে তাদের অমূল্য সতীত্ব দিয়ে দেয় সবাইকে!!
কেন আলাদা করে ভালোবাসার দিবস?? এটার ইতিহাস কি সাক্ষ্য দেয়? কোনো এক ধর্ম যাজক কর্তৃক নষ্টামীর উদাহরণ নয় কি? এরই ধারাবাহিকতায় কেউ যদি উক্ত ধর্মযাজক স্মরণে কোনো রমণীর সনে কোন অকর্ম করে তবে তা কি শুধু ঐ ব্যাক্তির অন্যায় নাকি এই দিবসের হর্তকর্তাদের।
ভালোবাসা অন্যায় এটা কেউ বলে না বা বলবেও না কিন্তু এই ভালোবাসার সংজ্ঞা বোধহয় আজকাল যে যার মত করে নিয়েছে। ঠিক সেই রকম যখন করনের এক প্রোগ্রামে ইসলাম সংক্রান্ত একটা বিষয়ে ডা: জাকির নায়েককে বেশী বলতে না দিয়ে শাহরুখ খানকেই বেশী সময় দেয়া হয়েছিলো এবং জাকির নায়েকের বক্তব্য এডিট করে বিকৃত করা হয়েছিল। যেখানে শাহরুখ খান তার ধর্ম পালনকে সঠিক মনে করেছেন।
আজকালের অতিআধুনিক ছেলেরা বাবা-মাকে কেমন শ্রদ্ধা করে তা ঐশীর উদাহরণেই স্পষ্ট, মিডিয়ার কিছু ব্যাক্তিত্ব যাদের চরিত্র নিয়ে বোধকরি তারাই সন্দেহে, বাম ব্লগারদের লেখাই বলে দেয় তারা কতটা বিপরীত মতের প্রতি সহিষ্ণু। আবার তারাই কিন্তু ভালোবাসা দিবসের মূল নিয়ামক এই ভালোবাসা দিবস কি উপরের কৌতুকটির মত সম্পূর্ণ একই অর্থ বহন করে না???
আরিফুল ইসলাম
১৫-০২-২০১৪
বিষয়: বিবিধ
১৬০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন