দূর্ভাগ্য আমার, আমিও একজন: এ জাতির কপালে দূর্দশা
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১৯ জানুয়ারি, ২০১৪, ০৩:০৮:৩৮ দুপুর
দূর্ভাগ্য আমার, এমন এক বৃত্তের আমিও এক সদস্য যেখানে নিজেরা নিজেরা দলাদলিতে নিজেরাই শেষ আবার তারাই ভবিষ্যতের সোনালী বেহেশতের স্বপ্নে বিভোর। কোথায় এ জাতির শান্তির পথ উন্মোক্ত হবার সম্ভাবনার দ্বার?
প্রায় দুইশত বছর বৃটিশরা শাসন করল আমরা অনেককেই দেখেছি স্বাধীনতার আকাঙ্খার স্বপ্নেই তারা ঘুমিয়ে গেছেন চির দিনের জন্য। কখনই তাদের স্বপ্ন বাস্তব মুখ দেখেনি এই দেশেরই কিছু ক্রীড়নকদের কারণে। আবার দ্বিজাতি তত্বের উপর দাড়িয়ে দেশ বিভক্তি হল। তার দুই যুগেই ভেঙ্গে পড়ল সেই দেশ নিজেদের স্বজাতি বিড়ম্বনায়, ক্ষমতার দ্বন্দে। তার তিন চার বছরে আবার স্বদেশের স্বাধীনতার আহবানকারী নিজ দেশের সেনার হাতে খুন এর পর থেকে যে-ই ক্ষমতায় আসুক বিপরীত দল তাদের দেশ ধ্বংসকারী বা দেশের জন্য অমঙ্গলজনক আখ্যা দেয় আবার সেই দল যখন ক্ষমতায় আসে তখন সাবেক ক্ষমতাসীন দল তাদের দেশের জন্য ক্ষতিকর জানান। এরাইতো মিলেমিশে দেশ চালান আবার এরাই একে অপরকে অযোগ্য ঘোষণা দেয়।
তাহলে দেখা যায় আমরা বৃটিশদের দ্বারা শাসিত হয়েছি প্রায় দুইশত বছর, স্বজাতিদের দ্বার তেইশ বছর আর নিজেরা নিজেদের শাসন করেছি তিন চার বছর। তাহলে এর পরবর্তী সময়টা আমরা কিভাবে চলছি? এখন আমরা নিজেরা ব্যতীত অন্য কোন তৃতীয়, চতূর্থ............ পক্ষ দ্বারা শাসিত হচ্ছি নিজেদের মারফত। অথ্যাত নিজেরা শাসন করলেও আমাদের মূলমন্ত্রগুলো বা আইডিওলজির মূল উৎসটা বিদেশ।
টিভি টকশোতে তথাকথিত প্রগতিশীলদের বলতে শোনা যায় দেশ দুই ভাগ এখন দেশপ্রেমিক ও দেশদ্রোহী এবং দেশদ্রোহী (তাদের মতে) শক্তি ধ্বংস করাই এখনকার নব্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন। এই যদি হয় বর্তমান দেশের বুদ্ধির গোডাউন থেকে প্রসবকৃত তত্ত্ব এবং এটা যদি দেশের যুবক বা কোন উল্লেখযোগ্য অংশ আইডিয়াল হিসেবে নেয় তবে এ জাতির কপালে আরো দূর্দশা আছে ধরে নিন। তবে আমার মনে হয় কিছু বুদ্ধির ঢেঁকি ও ডারউইন ফেরিওয়ালা বাদে আর কোন অনুসারী তাদের দলে নেই।
যেখানে দেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার সময় সেসময় কোনো কুচক্রী মহলের ফাঁদে পড়ে দেশ রসাতলে যাবে যেখানে মেশিনের কাজ করবে নিজ দেশের কর্তারা আর পরিচালনার কাজ করবে বিদেশীরা এটা মেনে নিতেই কষ্ট হয়।
এইসব কু-কীর্তির যাতনা বইতে হয় আম জনতাকে যারা আপনার বা আমার মত পরিশ্রম করে জীবন চালান। অথচ সবাই শান্তির প্রশ্নে নিজেদের অযৌক্তিক অবস্থান ফেলে একসূত্রে আসেন তাহলেই আল্লাহর রহমতে সমাধান হয়। আল্লাহ সবাইকে হেদায়েত করুন। আমীন।
বিষয়: বিবিধ
১০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন