দুইটি ধাঁধাঁ..........

লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১৬ জানুয়ারি, ২০১৪, ০৬:৪৮:১০ সন্ধ্যা

১। এক রাস্তায় দুটি গাড়ী চলছিল। এর একটি সাদা অপরটি লাল। সাদা গাড়ীর গতি ছিল ঘন্টায় ৭০ কি.মি এবং লালটির গতি ঘন্টায় ৫০ কিমি। আশ্চর্য! ঘন্টাখানেক পর লাল গাড়ীটি সাদাটি অতিক্রম করে চলে গেল বুড়ো আঙ্গল দেখিয়ে। (উল্লেখ্য গাড়ীদুটি সর্বদা চলমান ও নিজ দিক অপরিবর্তিত রেখে চলছিল।)

২। ৩। একটা পুকুর ছিল বেশ সুন্দর পানির। মাছও ছিল তাতে। কিন্তু একদা কোথা থেকে এক বুড়ো এসে তাতে কছু কচুরীপানা ছেড়ে দিল। এবং তাতেই দেখা দিলো গোল। প্রতিদিন কচুরীপানা তার আগের দিনের চেয়ে দ্বিগুন হয়। এভাবে একদম ৩১ তম দিনে সমগ্র পুকুর ছেয়ে গেলো। বলুনতো কবে পুকুরের অর্ধেক কচুরীপানা দ্বারা ঢেকেছিল?

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163252
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
মাটিরলাঠি লিখেছেন : ১। পারলাম না।
২। ৩০ দিনে।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
117529
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : পরে উত্তর দিব।
163274
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৬
সাগরের ঢেউ লিখেছেন : ১ মনে হয় গাড়ী দুটি বিপরীদ দিক থেকে আসছিল

২,মাটির লাঠির উত্তর ঠিক আছে ৩০ দিনে ।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৯
117587
মাটিরলাঠি লিখেছেন : হ্যাঁ, আপনি ঠিক, গাড়িদুটো উভয়মুখে মানে বিপরীত দিকে আসছিল।
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩২
117729
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : ঠিক, আপনার উত্তর হয়েছে। ধন্যবাদ। আরো ধাঁধাাঁ দিব, এগুলো আমি দিনে কালেকশন করেছি। আমি ধাঁধাঁ পছন্দ করি তাই।
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
118310
সাগরের ঢেউ লিখেছেন : তাহলে আমাকে পুরস্কার দেন ।আর আরো ধাঁধাঁ দেন আমিও ধাঁধাঁ পছন্দ করি ।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৩
118317
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আগামীকাল দিব। ইনশা আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File