তিনটি কৈতুক..।
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ০৮ জানুয়ারি, ২০১৪, ০৬:৩৩:১৭ সন্ধ্যা
এই প্রথম এই ব্লগে কিছু লিখলাম...... কিছু কৌতুক মন খুলে হাসুন......
######
সদ্য গ্রাম থেকে আসা এক ভিক্ষুক পহেলা বৈশাখের
দিন রমনার বটমূলে গিয়ে দেখেন শহরের সকল ধনী-
শিক্ষিত লোকেরা কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত
খাচ্ছে! সে এই দৃশ্য দেখে তো অবাক !
এক তরুণীকে দেখে ভিখারি বলল, আফা,
আপনাগো কী হইছে! আপনারা সবাই পান্তা ভাত
খাইতেছেন ক্যান?
তরুণী: বুঝলে আমরা আমাদের পূর্ব পুরুষদের ইতিহাস
ভূলে যাইনি, তাই পান্তা খাচ্ছি!
এই কথা শুনে ভিক্ষুকটি বলল, ওহহো! বুঝছি বুঝছি!
আপনাগো বাপ-দাদারাও আমাগো মতো ভিক্ষুক
আছিলো!
###########
এক জমিদার
বাড়িতে চুরি হয়েছে ।
জমিদার গেছে থানায়
জি.ডি করতে ।
পুলিশঃ কিভাবে বাড়িতে
চুরি হল ?
জমিদারঃ Cuting the
বাঁশের বেড়া ঢুকিং the
চোর taking the
আসবাবপত্র ভাগিং the
door.
পুলিশঃ What is the
বাঁশের বেড়া ?
জমিদারঃ Some bamboo
খাঁড়া খাঁড়া other
bamboo পাতাল পাড়া ,
তার উপর পেরেক
মারা that is called
বাঁশের বেড়া ।
পুলিশঃ অজ্ঞান !!!
############
পাগলাগারদে সব পাগল নাচানাচি করছিল। শুধু একজন বসে ছিল চুপ করে। অন্য পাগলেরা জিজ্ঞেস করল, ‘কী হে, তুমি বসে আছ কেন?’
সে উত্তর দিল,
.
.
.
.
.
.
.
.
.
.
‘দূর ব্যাটা, বিয়েবাড়িতে জামাই কখনো নাচে নাকি?
আমার নতুন ব্লগ। এটাকে সমৃদ্ধ করতে চাই, আপনারা আমাকে পরামর্শ দিলে সাহায্য করেল খুশি হব। Sweetdream
বিষয়: বিবিধ
৩৪৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে বলি; সাহায্য লাগবে না আপনিই সাহায্য করতে পারবেন৷
জোকস ভাল লাগল৷ ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন