"""""""জামাই==:==শশুর"""""""

লিখেছেন লিখেছেন জিনান মামনি ১৯ মে, ২০১৪, ০৪:৩২:০৮ বিকাল

জামাই: একটা জিনিস খেয়াল করলাম

আব্বা...

শশুর :কি?

জামাই : একটু চালাক

না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন !!!

শ্বশুরঃ যেমন??

জামাইঃ এই যে ধরেন, একই রেজাল্ট

আপনি করলেন ২ বছর লেখা-

পড়া কইরা, আর আমি ৩ দিন প্রশ্নের

পিছনের দৌড়াইয়া!!

শ্বশুরঃ প্রশ্ন পাইয়া A+ পাইলেই

কি মেধাবী হওয়া যায় ?

জামাইঃ হে! হে! কেন যাবে না ?

শ্বশুরঃ অতি চালাকের ভবিষ্যত কিন্তু

ভালো না।

[কয়েক মাস পর ... ]

বৌঃ আমি যাবো না!!

জামাইঃ কেন যাবা না ??

শ্বশুরঃ কি হইসেরে মা ?

বৌঃ আব্বা, আপনার জামাই

খালি প্রশ্নের পিছনে ঘুর ঘুর করে !!!

আর কি লেখা-পড়া করছে, জাতীয়

বিশ্ববিদ্যালয়ে

ও চান্স পায় নাই..!!!

জামাইঃ হইছে কি আব্বা, প্রশ্ন পাই

নাই তো !!

শ্বশুরঃ প্রশ্ন তো আমিও পাই নাই !

জামাইঃ ইয়ে মানে….........আব্বা..!!!

শ্বশুরঃ শোন, পরীক্ষায় A+

পাইতে গিয়া তুমি সময় ব্যয় করছ

প্রশ্নের পিছনের দৌড়াইয়া..!! আর

আমি সময় ব্যায় করছি নিজের

মেধা দিয়ে লেখা-পড়া করে।

জামাইঃ ইয়ে মানে...

শ্বশুরঃ শোনো পরিশ্রম

বেশি যে করে, তার ফলের

প্রাপ্তিটাও একটু বেশী হয়।

Collected

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223416
১৯ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : হাহাহাহা একদম ফাটাফাটি হয়েছে। শিক্ষার নামে আজকাল যা হচ্ছে তা তামাশা ছাড়া আর কিছুই নয়।
223429
১৯ মে ২০১৪ বিকাল ০৫:০২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ফাটাফাটি!
223436
১৯ মে ২০১৪ বিকাল ০৫:৩৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Thumbs Up Thumbs Up Thumbs Up
223479
১৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
বিন হারুন লিখেছেন : Rose Rose
223507
১৯ মে ২০১৪ রাত ০৯:০৮
223515
১৯ মে ২০১৪ রাত ০৯:৫৩
সবুজেরসিড়ি লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File