ছোটবেলার বদমাইশি, ফাতরামি..... কার সাথে কোনটা মেলে!!!

লিখেছেন লিখেছেন জিনান মামনি ০৩ এপ্রিল, ২০১৪, ০৪:০১:১৭ বিকাল

ইদানিং কালে পোলাপাইনের কথা বাদ, কারণ ব্রয়লার মুরগীর একটাই কাহিনী- সারাদিন খাঁচায় বন্দী। আমাদের মত দেশী মুরগীর ছোটবেলার কাহিনী মিলিয়ে দেখুনতো কার সাথে কোনটা মিলে যায়-

১ জন্ম থেকেই মা-বাবা’র ‘পড় পড়’ জিকির শুনতে শুনতে বড় হওয়া।

২ স্কুল পলানোর দক্ষ প্রতিভা।

৩ মায়ের লাঠি না ভাঙ্গা পর্যন্ত মাইর খাওয়া।

৪ বন্ধুদের টিফিন চুরি করে খাওয়া।

৫ মাগরিবের আযান শেষ হওয়ার আগেই ঘরে ফিরে পড়তে বসা।

৬ ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার আগেই ছুটির প্লানের খসড়া তৈরি করা।

৭ টিফিনের টাকা বাচিয়ে আর বেতনের টাকা মেরে স্কুল ফ্রেন্ডদের সাথে বাংলা সিনেমা দেখা।

৮ পাড়ার বড় ভাইবোনদের প্রেমের পিয়ন গিরি বিনিময় দুইটা লজেন্স অথবা একটা ঘুড়ি।

৯ পিছনের বেঞ্চে বসে কাটাকাটি খেলা।

১০ ছোট ভাইবোনদের উপর কতৃত্ব ফলানো আর বড়দের হুকুম পালন করা।

১১ জুম্মার নামাজের পর মিলাদের জিলাপির জন্য অপেক্ষা করা।

১২ ক্রিকেট খেলায় এপাড়া আর ওপাড়া ম্যাচ পাতানো।

১৩ ক্লাস টেনে থাকাকালীন একটা বিড়ি সাতজন ভাগ করে খাওয়া।

১৪ বিড়ি টেনে পেয়ারার পাতা চাবানো।

১৫ টিফিনের টাকা আর রিক্সা ভাড়া বাঁচিয়ে ভিডিও গেমস খেলা।

১৬ ছোটবেলার প্রিয় কার্টুন নিনজা টারটেল, ক্যাপ্টেন প্ল্যানেট, পাপাই......

১৭ রেজাল্টের সাতদিন আগে থেকে সেইরাম নামাজী হয়ে যাওয়া, মানে চরম ভাল মানুষ।

১৮ স্কুলের নতুন বইয়ের গন্ধ শুঁকলেই মনে হতো পেটে অর্ধেক বিদ্যা ঢুকে গেছে।

১৯ ছুটির দিনে বাবার করতে দেয়া ৪০টা ট্রান্সলেশন মনে হতো দুনিয়ার আজাব।

২০ বাইরে যতই দাওয়াত খেয়ে আসি না কেন বাসায় ফিরে মা’কে দেখলেই আবার খিদে লেগে যেত।

২১ বাবার পকেট থেকে একটা কয়েন পরে গেলে সেইটা পায়ের তলায় চেপে খাটের তলা টেবিলের তলা খোঁজা।

স্কুলে থাকতে মনে হতো কবে কলেজে উঠবো, কলেজে উঠার পর মনে হতো কবে ভার্সিটিতে যাবো আর ভার্সিটিতে যাওয়ার পর মনে হয় কবে একটা চাকরি পাবো। চাকরি পাওয়ার পর একটা বিয়ে, একটা সংসার...... এইটাই তো জীবন!! কিন্তু এখন মনে হয় শৈশবে ফিরে যাওয়ার পথ টা কোথায়!!!!!

বিষয়: বিবিধ

১৩৪৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202116
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৭
ফেরারী মন লিখেছেন : সবি তো দেখি মিলে গেলোরে ভাই। আসলে ছোটবেলায় সবাই বদের হাড্ডি ছিলো বলে মনে হয়। Big Grin Big Grin Big Grin
202118
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪১
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ১৮ মিলে গেছে, আর ১৯ বিপরীত, যেখানে যে দাওয়াতই থাকুক প্রথমে বাড়ি থেকে খেয়ে যেতাম।
202119
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪১
আল সাঈদ লিখেছেন : আমার সাথে যা যায়--

৫ মাগরিবের আযান শেষ হওয়ার আগেই ঘরে ফিরে পড়তে বসা।
১২ ক্রিকেট খেলায় এপাড়া আর ওপাড়া ম্যাচ পাতানো।
১৮ স্কুলের নতুন বইয়ের গন্ধ শুঁকলেই মনে হতো পেটে অর্ধেক বিদ্যা ঢুকে গেছে।
২০ বাইরে যতই দাওয়াত খেয়ে আসি না কেন বাসায় ফিরে মা’কে দেখলেই আবার খিদে লেগে যেত।
202221
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
সুমাইয়া হাবীবা লিখেছেন : Big Grin Big Grin আপনে একটা জিনিস! সেইরাম!
আমি ৪,৭,১১-১৫নং ছাড়া বাকি সবই মাশাআল্লাহ সেইরাম মনোযোগ দিয়ে পালন করসি! Rolling on the Floor Rolling on the Floor
202223
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৫
বিন হারুন লিখেছেন : Rose বেশ ভাল লাগল, মজা পেলাম Rose
202238
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৬
আহ জীবন লিখেছেন : ১) জন্ম থেকেই মা-বাবা’র ‘পড় পড়’ জিকির শুনতে শুনতে বড় হওয়া।- হয় নাই কে?
২) স্কুল পলানোর দক্ষ প্রতিভা।- কয়েকবার হেব্বি মাইর খাইছি।
৩)মায়ের লাঠি না ভাঙ্গা পর্যন্ত মাইর খাওয়া।- আমি বাপের মাইর খাইছি। মা মারত না। মা মারলেই জ্বর উঠত।
৫)মাগরিবের আযান শেষ হওয়ার আগেই ঘরে ফিরে পড়তে বসা।- এই জীবনে হয় নাই।
৭)টিফিনের টাকা বাচিয়ে আর বেতনের টাকা মেরে স্কুল ফ্রেন্ডদের সাথে বাংলা সিনেমা দেখা।- একবার হেড স্যার এর কাছে ধরা খাইছি।
১৬)ছোটবেলার প্রিয় কার্টুন নিনজা টারটেল, ক্যাপ্টেন প্ল্যানেট, পাপাই...... - বিটিভির সুজন্নে।

(স্কুলে থাকতে মনে হতো কবে কলেজে উঠবো, কলেজে উঠার পর মনে হতো কবে ভার্সিটিতে যাবো আর ভার্সিটিতে যাওয়ার পর মনে হয় কবে একটা চাকরি পাবো। চাকরি পাওয়ার পর একটা বিয়ে, একটা সংসার...... এইটাই তো জীবন!! কিন্তু এখন মনে হয় শৈশবে ফিরে যাওয়ার পথ টা কোথায়!!!!!)

আহা জীবন
202246
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৭
বইয়ের পাতায় রোদের আলো লিখেছেন : আমার দুষ্টুমির ডাইমেনশন একটু ভিন্ন রকম ছিল! ৬, ১০, ১৬ ছাড়া আর কোনটাই মিললো না যে! ওই কার্টুনগুলো ছাড়াও আমি সামুরাই এক্স, মীনা, মুগলী র ভক্ত ছিলাম।

নতুন বইয়ের গন্ধ শুঁকতাম অবশ্য খুব আগ্রহ করে। এখনো করি। পুরোন বইয়ের গন্ধও আমার ভালো লাগে।
202256
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:০২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বহুত মিল! কিন্তু বলা যাবে না....
202264
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব পয়েন্টে না হইলেও বেশিরভাগ পয়েন্টে মিল।
১০
202294
০৩ এপ্রিল ২০১৪ রাত ১০:২১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File