কাঁচামরিচ!!!

লিখেছেন লিখেছেন জিনান মামনি ২০ মার্চ, ২০১৪, ০৫:১৬:২১ বিকাল

একবার এক বিজ্ঞ ব্যক্তি তাহার শিষ্যদের বলিলেন, এই নাও কাঁচামরিচ।

একটা বিড়ালের দিকে আঙ্গুল দেখাইয়া বলিলেন, বিড়ালটিকে কাঁচা মরিচ খাওয়াইতে হইবে।

প্রথম শিষ্য বিড়ালকে ধরিয়া তাহার মুখে কাঁচা মরিচ ঠেসিয়া দিতে লাগিল।

সে ব্যর্থ হইলো, বিড়ালের নখের আঘাতে কিছু আহতও হইলো।

পরের শিষ্য এক বাটি দুধ আনিয়া তাহাতে মরিচ মিশাইয়া দিলো।

বিড়াল আসিয়া গন্ধ শুঁকিয়া চলিয়া গেল।

এইভাবে প্রত্যেকেই চেষ্টা করিয়া ব্যর্থ হইলো।

শেষে বিজ্ঞ ব্যক্তি বলিলেন, আমাকে দাও।

তিনি একটি মরিচ নিয়া বিড়ালের পশ্চাৎদেশে ঘষিয়া দিলেন।

অতঃপর সকলে অবাক হইয়া দেখিল, বিড়াল নিজের পশ্চাৎদেশের মরিচ স্বেচ্ছায় চাটিয়া খাইতেছে।

মর্মার্থঃ

পাকিস্তানীরা আমাদের জোর করিয়া উর্দু খাওয়াইতে চাহিয়াছিল। ব্যর্থ হইয়াছে।

ভারতীয়রা আমাদের পশ্চাৎদেশে হিন্দি ডলিয়া দিয়াছে। জ্বলিতেছে বটে, কিন্তু আনন্দে চাটিতে আর নাচিতেও হইতেছে।

সংগৃতীত

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195249
২০ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৩
সিটিজি৪বিডি লিখেছেন : হিন্দী ছেড়ে আসুন সবাই বাংলা গান শুনি। দেশীয় টিভি দেখি।
195282
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এরকম উদাহরণ আর হয় না। এক কথা অসাধারণ
195284
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ল্যাও এবার ঠ্যালা সামলাও
195298
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
বুঝিনা লিখেছেন : মেঘ ভাঙা রোদ লিখেছেন : ল্যাও এবার ঠ্যালা সামলাও Bee Bee Bee Bee
195377
২০ মার্চ ২০১৪ রাত ০৮:১৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
195492
২০ মার্চ ২০১৪ রাত ১০:১৫
মাটিরলাঠি লিখেছেন : অসাধারণ সংগ্রহ ও অসাধারণ উদাহারন। Rose Rose
195512
২০ মার্চ ২০১৪ রাত ১০:৫৭
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : হা....হা.....মারাত্মক সত্য...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File