আপনাকে ধিক্কার ইমরান এইচ সরকার!!!!

লিখেছেন লিখেছেন জিনান মামনি ২৫ জানুয়ারি, ২০১৪, ০৪:৩৩:৪৪ বিকাল

১.

-ইমরান ভাই, ইমরান ভাই, রাজাকারটারে তো ফাঁসি দিলো না। চলেন আন্দোলন করি!

-আন্দোলন করলে BAL এর কোনো লাভ আছে?

-কি কন? লাভ ই লাভ।

-তাইলে কোনো কথা নাই। কাইল থিকা শাহবাগ বন্ধ। জয় বাংলা!

২.

-ইমরান ভাই, ইমরান ভাই, পাকিস্তান কি করলো দেখলেন? চলেন আন্দোলন করি!

-আন্দোলন করলে BAL এর কোনো লাভ আছে?

-কি কন? লাভ ই লাভ।

-তাইলে কোনো কথা নাই। কাইল থিকা পাকিস্তান অ্যাম্বেসি বন্ধ। জয় বাংলা।

৩.

-ইমরান ভাই, ইমরান ভাই, ক্রিকেট নিয়া কি করতাসে দেখসেন? চলেন আন্দোলন করি!

-আন্দোলন করলে BAL এর কোনো লাভ আছে?

-ইয়ে মানে… ব্যাপারটা হইলো কি…

-তাইলে কোনো কথা নাই। চুপ থাক। যে আন্দোলনে BAL এর লাভ নাই, সেখানে আমিও নাই।

৪.

আপনাকে ধিক্কার ইমরান এইচ সরকার।

ক্রিকেট ইস্যুতে আপনার নীরবতাকে ধিক্কার।

তার থেকেও বেশি ধিক্কার নিজেকে- একদিন আপনাকে বিশ্বাস করার জন্যে!

জয় বাংলা!

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167319
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৮
বড়মামা লিখেছেন : সুন্দর ভালো লগলো জয় বাংলা এবার ক্রিকেট শামলা আপনাকে অনেক ধন্যবাদ ।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
127260
জিনান মামনি লিখেছেন : Thanks.
167323
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৩
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : ভূতের ভয়ে থানা ছেড়ে পালালো পুলি....
বিস্তারিত পড়ুন
Click this link
167326
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৫
হলুদ রঙ মেঘ লিখেছেন : দারুন লিখেছেন।এমরানরে নিয়া আমিও লিখছিলাম..
http://www.bdtomorrow.org/blog/blogdetail/detail/8234/sirubel/36998#.UuOeHl0RWo8
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
127261
জিনান মামনি লিখেছেন : Thanks.
167327
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৬
167328
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৮
167380
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
শিকারিমন লিখেছেন : ভাই তারে পানিতে চুবান না ক্যা রে ????
167399
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
প্রিন্সিপাল লিখেছেন : সে তো রাজাকারের নাতি।
সে তো টাকার বিনিময় কাজ করে।
সে তো ছুকরীর সাথে থাকার জন্য শাহবাগে।
সে তো বিদেশ থেকে মাল পাওয়ার আসায় কথা বলে।
সে তো স্বাধীনতার বিরোধী এক শক্তি।
সে তো মিথ্যাবাদী এক রূপ।
সে তো পাকিস্তানী শাল গায়ে দিয়ে, পাকিস্তানী পণ্য বর্জনকারী।
সে তো পাঞ্জাবী ও টুপি পরিধান করে ইসলামের বিরোধিতা করে।
সে তো নামাজী সাজার নাটক করে।
সে তো মুসলিম সাজার অভিনয় করে।
সে তো ........
সে তো..........

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File