অবরুদ্ধ দেশ
লিখেছেন লিখেছেন মোঃ সিরাজুল ইসলাম ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৪:৫৮:৫৫ বিকাল
আমরা ইতি পূর্বে দেখেছি দেশ অবরোধ করে বিরোধী দল কিন্তু বর্তমানে সরকারী দল নিজেই সারা দেশ অবরোধ করে রেখেছে । এখন বিরোধী দল বি এন পি আর বেশী কষ্ট করা লাগবে না কারন সরকার অনেক পুলিশ ও তাদের পোষা গুন্ডা বাহিনী কে দিয়েই সরকারী অবরোধ সফল ভাকব পালন করছে । আর ৫ জনুয়ারী নাম মাত্র নির্বাচনে আওয়ামীলীগ এর নির্বাচনের মাধ্যমে শুধু শফথের দিন ঠিক করলে বি এন পির এমপি দের পদ শেষ হলে আর কোন কষ্ট নেই । তখন আওমীলীগেরই কষ্ট হবে । কারন আবার সকল মন্ত্রনালয় চালাতে হবে এবং বিরোধী দলও গৃহপালিত হবে ফলে তাদের অর্থাৎ আওয়ামীলীগের কাউকে হয়ত বিরোধী দলের দায়িত্ব পালন করতে হবে সুতরাং তখন আর গনতন্ত্র বলতে আর কিছু থাকবে না । তখন বি এন পির আর কষ্ট করা লাগবে না । অতএব এখনো সময় আছে বি এন পির যে সব নেতারা আওমীলীগের সাথে মিশে আছেন বা তাদের সাথে লিয়াজো করে চলেন তাদের কাছ থেকে সরে আসেন এবং একটি সঠিক বিরোধী দলের ভুমিকা পালন করেন । তা না হলে বি এন পি মুছে যাবে। তখন আপনাদের অবস্থা হবে অত্যান্ত ভয়াবহ কারন আপনাদের সরকারী দল ও বি এন পি কেউ আর জায়গা দিবে না ।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন