আজকের ইত্যাদি দেখুন!!

লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ২৮ নভেম্বর, ২০১৫, ১২:২০:২৪ রাত

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হলো দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নোয়াখালীর মাইজদীতে। দর্শক ধারণ ক্ষমতার কথা বিবেচনা করে মাইজদীতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠটিকে ধারণ স্থান হিসেবে বেছে নেওয়া হয়।

নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ। বিউটি পার্লারের একাল/সেকাল, প্রযুক্তির অপব্যবহার, টকশো’র প্রয়োজনীয়তা, টিভি দেখায় উৎপাত, ডাক্তারের সিরিয়াল সমস্যা নিয়ে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।

দেখুন...... ইত্যাদি ২৭ নভেম্বর ২০১৫

বিষয়: বিবিধ

১৭১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351757
২৮ নভেম্বর ২০১৫ রাত ১২:৩৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া।

অনেক ধন্যবাদ।
351773
২৮ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২২
শেখের পোলা লিখেছেন : ইত্যাদী আমারও জনপ্রীয় অনুষ্ঠান৷ দেখলাম তবে ডাবিং অত্যন্ত দূর্বল৷ মুখ নাড়ে একজন আর আওয়াজ আসে আর একজনের৷ আপনাকে ধন্যবাদ৷
351777
২৮ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৫৫
দ্য স্লেভ লিখেছেন : ইত্যাদী আমি ছোটবেলা থেকেই দারুন পছন্দ করি। ছোটবেলায় ইত্যাদী ছিল আমার প্রধান প্রিয় অনুষ্ঠান। কি যে আনন্দ হত তখন !!
351783
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১০:৪৫
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ, ভাল লাগল। আশা করি নিয়মিত লিখবেন।
351788
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৭
হতভাগা লিখেছেন : ইত্যাদি দেশীয় অনুষ্ঠান গুলোর মধ্যে সেরা ।

আইটেমগুলোও ভাল । তবে প্রতিটা শ্লট খুব দ্রুত পার হয়ে যায় বলে অনুষ্ঠানের মজা ভালভাবে পাওয়া যায় না
351791
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিস করেছি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File