বাঁশ খাওয়া
লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ১৮ নভেম্বর, ২০১৫, ১০:৫৫:৫৫ সকাল
জানতাম মিথ্যা বলা মহাপাপ
দেখছি সত্য বলা পাগলের প্রলাপ
জানতাম সকল মানুষ ভাই ভাই
দেখছি মানুষ মানুষের রক্ত খায়।
জানতাম মানুষ মানুষের জন্য
দেখছি মানুষ মানুষ কে করে শুন্য
জানতাম সুবুরে মেওয়া ফলে
দেখছি মেওয়া আসে টাকার বলে।
জানতাম উপকার করলে উপকার পায়
দেখছি উপকার করলে বাঁশ খায়।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন