প্লাস্টার ও ব্যান্ডেজের দিন বোধ হয় ফুরিয়ে আসছে
লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ২৯ নভেম্বর, ২০১৪, ০২:০৪:২২ দুপুর
প্লাস্টার ও ব্যান্ডেজের দিন বোধ হয় ফুরিয়ে আসছে। কারণ, যুক্তরাষ্ট্রের গবেষকরা এবার এমন একটি জেল উৎপাদনে কাজ করছেন, যা মুহূর্তেই জীবন বিপন্নকারী রক্তপাত বন্ধ করতে ও অতি দ্রুত বড় ধরনের ক্ষত সারাতে সক্ষম। অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে জেলটি জীবন-মৃত্যুর মধ্যে গড়ে দিতে পারে ব্যবধান। ‘ভেটিজেল’ নামের এ জেলটি মারাত্মক কোন ক্ষতে প্রয়োগ করা হলে, প্রায় তৎক্ষণাৎই রক্তপাত বন্ধ হয়ে যায়। ভেটিজেল প্রয়োগের সঙ্গে সঙ্গে তা রক্তের প্লাটিলেট উপাদানসমূহের সংস্পর্শে আসে এবং প্লাটিলেটসমূহ একত্রে দৃঢ়ভাবে অবস্থান করে। অবিশ্বাস্যভাবে, ২০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায় রক্তপাত। বিস্তারিত
বিষয়: বিবিধ
৮৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু , এটা আসলে যে প্লাস্টার ও ব্যান্ডেজের দিন শেষ হয়ে যাবে সেটার কোন কথা আর্টিকেলে চোখে পড়লো না ।
সাধারনত , Close fracture হলে CRIF করে আর Open fracture হলে ORIF করে । ভেটিজেল ব্যবহার শুরু হলে কি এসব আর করা লাগবে না ?
অবাক মুসাফীরের সাথে একমত ।
মন্তব্য করতে লগইন করুন