টাইম টিভি এবং একজন মোনালিসা
লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ০২ নভেম্বর, ২০১৪, ০৭:৪৩:০৮ সকাল
মোনালিসা। মডেল কন্যা। অভিনেত্রী। বাংলাদেশে অতি পরিচিত একটি মুখ। এখন তিনি কোথায় আছেন, কি করছেন জানার কৌতূহল অনেক দিনের। কারণ, টিভির পর্দায় মোনালিসা অনুপস্থিত মেলা দিন। তার সদা হাস্যোজ্জ্বল মুখটি কখনও ভোলার নয়। অনেকটা আচমকা পেয়ে গেলাম নিউ ইয়র্কে। টাইম টেলিভিশন ভবনে দেখছি একটি মেয়ে এ রুম থেকে ও রুমে যাচ্ছে। একবার দেখলাম স্টুডিও থেকে বের হয়ে আসছে। আগে দু’ একবার দেখা হয়েছে। ঘনিষ্ঠতা নেই তেমন। টাইম টিভির কর্ণধার আবু তাহেরের সঙ্গে নিউজ রুমে ঢুকতেই মোনালিসা রাখঢাক না করে একগাদা অভিযোগ আমার বিরুদ্ধেই করে বসলেন। মোনালিসা
বিষয়: বিবিধ
৮৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগে আরেকবার পড়েছিলাম! আপনার লেখাও পড়লাম। ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে। m/
মন্তব্য করতে লগইন করুন