নারীদের দুচোখানীতি!!

লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ০৫ জুন, ২০১৪, ০৪:৫৮:৪০ বিকাল

দেনমহর নারীদের হক। বিয়ের অন্যতম শর্ত। তকে আমাদের দেশে দেনমহর না দেওয়া প্রথা হয়ে দাডিয়েছে যেমনি প্রথা হয়েছে নারীরা পিতামাতার সম্পত্তি থেকে প্রাপ্য অংশ না আনা। আমাকে এক নারী খুব গর্ব করে বলল যে সে তার স্বামী থেকে দেনমহর আদায় করে নিয়েছে। আমি তাকে প্রশ্ন করলাম আপনিকি আপনার পিতামাতার সম্পত্তি থেকে প্রাপ্য অংশ এনেছেন? তিনি জবাব দিলেন ছি! ছি! এসব কথা মুখে ও আনবেন না, মখে আনাই পাপ!!! । আমার বাবা মা আমাকে কোলে পিঠে করে মানুষ করে বড করে বিয়ে দিয়েছে আমি কি করে তাদের থেকে সম্পত্তি আনব!!!! আমি বললাম স্বামী থেকে আপনার প্রা্প্য হক নিতে পারলেন আর পিতামাতা থেকে নেওয়া পাপ!!! এ কেমন দুছোখা নীতি!!!!!!!!!!!!!!!

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230984
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:১৮
চোরাবালি লিখেছেন : কিছু কি লিখব? ওহ না নারীরা তো আবার ১০০০জনে একজন বউ পেটায় সে উদাহরণ নিয়ে আসবে সামনে
231006
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫১
হতভাগা লিখেছেন : উনারা গাছেরটা খায় , আবার তলারটাও কুড়ায় ।

শরিয়ত মোতাবেক দেনমোহর নেয় আবার স্বামী শরিয়ত মোতাবেক প্রহার করলে মামলা করে ।
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:২৭
181745
ইমরান ভাই লিখেছেন : Rolling on the Floor
234209
১২ জুন ২০১৪ দুপুর ০৩:৫৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
আমি বললাম স্বামী থেকে আপনার প্রা্প্য হক নিতে পারলেন আর পিতামাতা থেকে নেওয়া পাপ!!! এ কেমন দুছোখা নীতি!

ঠিক বলেছেন আপনি।
Loser Thumbs Up Loser Thumbs Up Loser

আচ্ছা... আপনার স্বামীওতো আপনার জন্য কষ্টকরে উপার্জন করে আপনার সবরকমের চাহিদা পূরন করেই যাচ্ছে.... তাহলে উনারটা আদায় করতে পারাটাকে এত্ত বীরগীরি মনে করলেন কেন? স্বামীর মোহরাণা যেমন আপনার হক, বাবার বাড়ির সম্পত্তি থেকে প্রাপ্য অংশওতো আপনার হক।

বুঝার চেষ্টা করুন।

(অবশ্যই, আমি মনে করি মোহরানা কম নির্ধারন করে এক সাথে আদায় করে দেয়াটাই উত্তম, স্বামী স্ত্রী দুইজনের মনও শান্তি পাবে, সংসারেও বরকত আসবে)।
234293
১২ জুন ২০১৪ রাত ০৮:১৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
235143
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:৩০
ইমরান ভাই লিখেছেন : দারুন কথা বলেছেন তো.... Day Dreaming Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File