ভালবাসায় র্পুণ

লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ০৬ জানুয়ারি, ২০১৪, ১১:০০:৪৫ সকাল

কাল লিখিনি তোমাকে নিয়ে

একটু খানি ছন্দ

ছিল যে আমার মনের দুয়ারের

সবগুলো কপাট বন্ধ

তাইতো আমার মনের ভিতর

ছিলনা যে আনন্দ।

আমার হৃদয় ছিল যে কাল

একেবারে শুন্য।

করে দিলে রাতদুপুরে তা

ভালবাসায় পুর্ণ।

বিষয়: সাহিত্য

৮৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File