মুরতাদ -একাল সেকাল
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২৪ জুন, ২০১৪, ১২:৪৪:২৬ রাত
মুরতাদ হলো তারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আবার পরিত্যাগ করে । ইসলামে এদের শাস্তি মৃত্যুদন্ড । নবী (সা) এর যুগে কিছু লোক ইসলাম গ্রহণ করে পরে ছেড়ে দিত । তাদের উদ্দেশ্য ছিল মানুষ যেন ধারণা করে ইসলাম একটা বাজে ধর্ম-তাই আমরা ছেড়ে দিচ্ছি । এরা যেহেতু সরল মানুষদের বিভ্রান্ত করে সমাজে অনাচার সৃষ্টি করে তাই ইসলাম তাদের মৃত্যু দন্ডের বিধান রেখেছে ।
কাল পরিক্রমায় অনেকে বংশ গত মুসলিম হয়েছে । অর্থাৎ মুসলমানের ঘরে জন্মেছে বলে সে মুসলমান হয়েছে । এরা ইসলামকে গ্রহণ করেছে বাই চান্স , নট বাই চয়েস । এদের একটা গ্রুপ ইসলামের বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় । এদেরকে আমি মুরতাদ বলতে চাই না । কারণ সে ইসলামকে তার ধর্ম হিসেবে কখনও মেনে নিয়েছিল কিনা বলা যাচ্ছে না । সে হয়ত কাফের । তাই তার উপর মৃত্যুদন্ডের ফর্মুলা চাপানো যাবে কি?
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন