কেন ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই না

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২১ জুন, ২০১৪, ১২:৪২:১২ দুপুর

কেউ নামাজ রোজা পড়ুক, সারাদিন জিকির আজকার করুক এতে আমাদের আপত্তি নাই । কিন্তু ইসলামী দল ক্ষমতায় এসে খবরদারি করবে এটা সইবে না । কিন্তু কেন এই আপত্তি ? একটু বিশ্লেষণে যাচ্ছি

ক. সারারাত ধরে জেগে থাকবো, টিভি দেখবো, ইন্টারনেট দেখবো এরপর দুপুর বারোটা পর্যন্ত ঘুমাব কিন্তু ইসলামী দল ক্ষমতায় এলে এই সুযোগ কি থাকবে? ফজোরের নামাজের জন্য জোর করে ধরে নিয়ে যাবে । সব নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে । তোমার নামাজ তুমি পড়, আমাকে কেন টানাটানি করো ? এই ভয়েই তোমাদের একদম দেখতে পারি না ।

খ। টিভিতে ইন্টারনেটে নানান কিছু দেখবো, আর তোমরা কিনা এগুলো বন্ধ করে দিবা

গ. বাসায় বসে একটু ইয়াবা খাবো, একটু নেশা করবো-তোমরা দেবা না ।

ঘ. হাটুর উপরে স্কার্ট পরব, যেমন খুশি ড্রেস পরব, তোমরা দিবা না

ঙ চিলির সেই মেয়েটির মতো যখন যার সাথে খুশি মিলিত হবো ঘোষণা দিয়ে তোমরা সেটা করতে তো দিবাই না ,বরং পাথর ছুড়ে জানে মাইরা ফেলাইবা

চ। আমার টাকা আমি যেমনে খুশি উড়াবো, কিন্তু তোমরা যাকাতের নামে আমার সব টাকার আড়াই পার্সেন্ট নিয়া যাবা।

ছ। একটু চুরি করবো. হাত কেটে দিবা

জ. ঘুষ ছাড়া চলতেই পারি না , তোমরা বন্ধ করে দিবা

ঝ. গান, বাজনা ,নাচ, ছবি আকা- এই সব সংস্কৃতিকে তোমরা ধুলায় মিশায়া দিবা

ঞ । আমাদের জীবনে ফুর্তি বলে কিছু থাকবে না, জোর কইরা আমাদের ফেরেস্তা বানাইয়া ফেলবা ।

জাহান্নামকে খুব লোভনীয় জিনিস দিয়ে আবৃত করে রাখা হয়েছে আর জান্নাতকে কষ্টকর জিনিস দিয়ে ঘিরে রাখা হয়েছে । ঠিক যেমনি ছাত্র জীবনে কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই সবচেয়ে ভাল রেজাল্ট করতে হয় ।

বিষয়: বিবিধ

১৪৩৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237142
২১ জুন ২০১৪ দুপুর ১২:৫৯
ইবনে হাসেম লিখেছেন : মেসেজ ঠিক আছে। তবে আর একটু অলংকরণ দিয়ে দিলে অরো আকর্ষণীয় হতো। ধন্যবাদ
২১ জুন ২০১৪ দুপুর ০১:৩২
183700
স্বপ্নীল৫৬ লিখেছেন : dhonnobad
237191
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কথাটা ঠিক। এজন্য আমাদের দেশের অনেকেই সব কিছূ বুঝেও আওয়ামি লিগ কে সমর্থন করে।
237192
২১ জুন ২০১৪ দুপুর ০৩:৩৬
ইমরোজ লিখেছেন : জাহান্নামকে খুব লোভনীয় জিনিস দিয়ে আবৃত করে রাখা হয়েছে আর জান্নাতকে কষ্টকর জিনিস দিয়ে ঘিরে রাখা হয়েছে ....... বুঝেও বুঝিনা...

ভাল লাগলো .।
238205
২৪ জুন ২০১৪ রাত ০৪:৩৫
সাদাচোখে লিখেছেন : It seems you have portrayed exactly how SYAITAN let us to think about Islam and Islamic Way of living.

I would like to see if you could also portray the same message from the Islamic leaderships point of view.

THANKS for your effort.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File