একটা ট্রুথ এন্ড জাস্টিস পার্টি চাই
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১২ জুন, ২০১৪, ০১:০৪:১৩ দুপুর
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কুলোষতায় পরিপূর্ন। মানুষ একদল সত্ , যোগ্য, ন্যায়পরায়ণ লোকের দলের খোঁজে চাতক পাখির মতো চেয়ে আছে । এদেশের বেশির ভাগ মানুষ ইসলামকে ভালোবাসে যদিও ইসলামী দলগুলোকে ভোট দেয় খুব কম মানুষ ।
আমাদের দেশে ইসলামী দলগুলোর মানুষের ভোট না পাবার পেছনে বেশি কাজ করে স্বাধীনতা যুদ্ধে তাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান ও কিছু ভুমিকা এবং মিডিয়ার অপপ্রচার-যতটুকু করেনি তাও বাড়িয়ে বলা ইত্যাদি । একটা লোক ইসলামী দল করার আগেই ধাক্কা খায় ওরা তো রাজাকার । তেমনিভাবে ইসলামী দলগুলো ভোট ব্যাঙ্ক বাড়ানোর দাওয়াত যতটা দেয়, ততটা লা ইলাহ ইল্লাল্লাহর দাওয়াত দেয় না । সমাজ কল্যাণ মূলক কাজগুলোতে ইসলামী দলগুলোর ভুমিকা চোখে পড়ার মতো নয় । এরসাথে আছে ভারত, আমেরিকাসহ শক্তিশালী রাষ্ট্রগুলোর ইসলামের বিপক্ষে নির্লজ্জ অবস্থান ।
তবু মনে হয়, নতুন একটা ইসলামী দল প্রয়োজন, যাদের মুক্তিযুদ্ধের নেগেটিভ ইতিহাস নেই, যারা ভালো কাজগুলোর সমর্থন করবে, মন্দ কাজগুলোর বিপক্ষে অবস্থান করবে, কুরআন-হাদিস হবে যাদের পাথেয়, আধুনিক বিজ্ঞান থেকে জ্ঞান অর্জন করে মানবতার কল্যাণ করবে, অন্ধ অনুসরণ না করে যুক্তির আলোকে ঘটনা বিশ্লেষণ করবে এবং সর্বোপরি তাকওয়ার মাপকাঠিতে হবে উচু মানের । আমার আশা এমন দল আসলে ও একনিষ্ঠভাবে কাজ করলে অচিরেই তারা মানুষের নয়নের মনি হতে পারবে ।
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
you are really ....we badly need
মন্তব্য করতে লগইন করুন