ধর্ম যখন অধর্মের মূল
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১০ জুন, ২০১৪, ০৭:০৫:৪০ সন্ধ্যা
ধর্ম এনেছে শান্তি পৃথিবীতে-একথা এক বাক্যে মেনে নিবেন ধার্মিক অথবা ধর্ম বিশ্বাসী সবাই । কিন্তু ধর্মই অনেক অনাচারের কারণ -যদি আমরা একটু চোখ কান খোলা রাখি । ধর্মের একটা বড় অসুবিধা হলো প্রশ্নাতীত আনুগত্য । তাই কোনো জিনিস মনের মধ্যে খটকা লাগলেও ধর্মে আছে তাই করতে হবে । এবার ধর্মের কারণে কি কি অনাচার হচ্ছে বা হতো, তার একটা ফিরিস্তি দিচ্ছি-
এক । হিন্দুরা আপন স্বামী মরে গেলে স্ত্রীকে সহমরণে পাঠাতো, যদিও স্ত্রী মরে গেলে জামাই বাবাজি মনের আনন্দে আরেকটা বিবাহ করতে পারতেন ।
দুই । হিন্দুরা গরুকে দেবতা মেনে তার মূত্রকে পবিত্র মনে করে খাচ্ছে, যা সুস্থ মস্তিস্ক শুধু ঘৃনাই করবে ।
তিন । মুসলিমরা পীরের মাজারে গিয়ে নানান জিনিস মানত করছে, অথচ যার কোনো ভিত্তি নাই । হাজার হাজার টাকা ফাও বিলাচ্ছে ।
চার। সেদিনও দেখলাম খ্রিস্টান ড্যান্সার নাচছে কয়লার উপরে প্রভুকে খুশি করার জন্য । শুধু পা পুরানো ছাড়া আর কি পাচ্ছে ?
পাচ. ধর্মের বলে বলিয়ান হয়ে ইহুদি আর খ্রিস্টানরা ফিলিস্তিনের জায়গা দখল করে তাকে ন্যায় ভাবছে ।
ছয় । বকো হারাম ২০০ মেয়ে অপহরণ করে ছোয়াবের প্রত্যাশা করছে ।
সাত. করাচিতে ২৮ জনকে মেরে শাহাদাত প্রার্থনা করছে আল কায়েদা
আট। রাজাকাররা আর পাকিস্তানিরা হত্যা করেছে বাঙালিদের আর কাফের মারার উল্লাস করেছে । মেয়েদের ধর্ষণ করেছে আর ফতোয়া দিয়েছে তারা তো গনিমতের মাল.
নয় । ইহুদিরা অন্য ধর্মের যে কোনো মানুষকে ঠকানো খারাপ মনে করে না ।
দশ। একটা ছেলে একটা মেয়েকে যখন তখন তালাক দিতে পারলেও, একটা মেয়েকে আদালতে গিয়ে তালাক চাইতে হয় ।
এগার । ধর্মকে শিক্ষার মূল উপকরণ বানিয়ে একদল মানুষ কোনো কাজই করে না ওয়াজ-মাহফিল ছাড়া অথচ ধর্ম রুজির পথ হিসেবে থাকার কথা না ।
বার. শুধু ধর্মকে পুজি করে কত মানুষ মারা গেছে তার হিসেব জানা নেই ।
তেরো । হিন্দুদের একটা গ্রুপ খোদাকে পেতে গিয়ে ন্যাংটা হয়ে গুহায় কাটিয়ে দিচ্ছে ।
ধর্ম যেমন সভ্যতা দিয়েছে, তেমনি বর্বরতাও দিয়েছে । তবে প্রকৃত ধর্ম কথায় কতটুকু ব্যবহৃত হয়েছে তা প্রশ্ন সাপেক্ষ ।
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন