সন্ত্রাসী না হয়ে উপায় আছে?

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৭ জুন, ২০১৪, ০৩:৩৭:৫৫ দুপুর

যেখানে বিচারের বাণী নিরবে, নিভৃতে কাঁদে । সেখানে প্রতিবাদের ভাষা কেবল প্রতিঘাত । যদি প্রতিঘাত করতে পারেন, তাহলেই টিকতে পারবেন, নইলে যে কুরে কুরে খাবে সেই হিংস্র পশুগুলো ।

আজ যেই মেয়ে ধর্ষিতা, সেই মেয়ে বিচার না পেয়ে গৃহকোণে সম্ভ্রমহানির লজ্জায় আত্মহত্যা করছে । আজ আপনি সহজ-সরল সবাই আপনাকে লাত্থি,গুতা দিবে । হলে আপনার জন্য কোনো সিট নাই । আপনার জমি বেদখল হয়ে যাবে ।যেই পুলিশের কাছে আপনি বিচার দিবেন , তারা আপনার কেইস নিবে না । বরং উল্টা হয়রানির স্বীকার হবেন । আদালতে আপনার পক্ষে কোনো স্বাক্ষী পাবেন না । বিচারক হয়তো আপনার বিপক্ষে রায় দিবে । আপনার জন্য আর কোন পথ খোলা আছে? একটাই পথ আপনার প্রতি যে অনাচার করা হয়েছে, আপনি নিজে তার বিচার করবেন । আপনাকে হাতে তুলে নিতে হবে অস্ত্র. আপনাকি ঝাপিয়ে পড়তে হবে অত্যাচারীদের উপর । আপনাকে একটা দল তৈরী করতে হবে যারা অন্যদের উপর ঝাপিয়ে পড়বে ।

এভাবেই সারা বিশ্বে অনেক সন্ত্রাসী দল গড়ে উঠছে । কি ইবা তাদের করার আছে?

বিষয়: বিবিধ

৮৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File