ফ্রি ব্লগ ও আমাদের সাহিত্যিক হয়ে উঠা
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৩ জুন, ২০১৪, ০৬:১১:০৫ সন্ধ্যা
আজকের পৃথিবীতে সাহিত্যিক হওয়া খুব সোজা . যখন ব্লগ ছিল না, তখনো মানুষ লিখত কিন্তু তার লেখা কে ছাপাবে? কত প্রকাশকের কাছে দৌড়াদৌড়ি . বই বিক্রি না হলে প্রকাশকের লোকসান . পাঠক টাকার ভয়ে কিনবে কিনা ? ইত্যাকার নানান চিন্তা . আবার অনেকে ছদ্দবেশে লিখতে চান, জানাতে চান না পরিচয় , সেখানেও ঝামেলা .
আর আজ . ফ্রি ব্লগ আছে . মনের আনন্দে যে কেউ লিখে যায় . পাঠকের টেনশন নাই, নাই প্রকাশকের . এই সুযোগে আমরা অনেকেই হয়ে উঠলাম সাহিত্যিক . নইলে হয়তো কোনদিনও লিখা হতো না .
বিষয়: বিবিধ
৮৫৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন