জালিমের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৩ জুন, ২০১৪, ১১:০৪:০৬ সকাল
শান্তিপূর্ণ আন্দোলন সাধারনত জালিমকে তার পথ থেকে টলাতে পারে না । তবে ভালো শাসককে সঠিক অবস্থা জানানোর জন্য শান্তিপূর্ণ আন্দোলনই ভালো পন্থা । কারণ সে আসলে আপনার সমস্যা সমাধান করতে চায় ।কিন্তু না জানার জন্য কোনো ব্যবস্থা নেয় নি. যেমন ধরুন একটি আদালত অপরাধীকে শাস্তি দিতে চায় , এখন আপনি কেইস করলেই তারা বিচার করবে. আপনার শুধু কেইস করা দরকার ।
কিন্তু যে আদালত অপরাধীদের ছেড়ে দিবে বলে আগেই মনস্থির করে রেখেছে, সেখানে কেইস করা অরন্যে রোদন । আপনি আপনার দায়িত্বের প্রথম ধাপ হিসেবে কেইস করতে পারেন । কিন্তু ফল পাবেন না । সেখানে ফল পেতে হলে আদালতকেই গুড়িয়ে নতুন আদালত সৃষ্টি করতে হবে, যে ন্যায় বিচার করবে । যেমন ধরুন, এলাকার চাদাবাজকে আপনি যতই বোঝান, ভাই চাদাবাজি করো না -এইটা খারাপ কাজ অথবা তার বিরুদ্ধে আপনি মানব বন্ধন করলেন, মিছিল করলেন চাদাবাজের মন গলবে না এতে বরং সে আপনার বিরুদ্ধে খেপে আপনাকে খুন করতে চাইবে । একে নির্মূল করাই এর থেকে বাচার উপায় । আমাদের মুক্তিযুদ্ধে আমরা যদি মানব বন্ধন করেই ক্ষান্তি দিতাম তাহলে আর কখনোই স্বাধীন হতে পারতাম না । আসলে, জগতে শান্তিপূর্ণ উপায়ে জালিম শাসনের পরিবর্তন খুবই কম ।
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছু জানতে পারলাম
লিখে যান আপনার
মতো
মন্তব্য করতে লগইন করুন