দুর্লভ জামাই এবং কিছু ভুল

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০২ জুন, ২০১৪, ০২:২৫:৩৩ দুপুর

অনেক সময় পাত্রপক্ষের প্রতারনায় পড়ে পাত্রীপক্ষ। উল্টোটা যে হয় না, তা না ; তবে কম । যে ধরনের পাত্রে ভুল হয়-তার কিছু ফিরিস্তি দিলাম-

ক. বিদেশী পাত্র অথবা প্রবাসী পাত্র । পাত্রীপক্ষ সরাসরি কিছু জানতে পারে না । শোনা কোথায় বিশ্বাস করে । পাত্রপক্ষ হয়তো বলে বিদেশে অনেক ভালো চাকরি করে ..ব্লা ব্লা ব্লা । পরে দেখা যায় কোনো রকম ছোটখাট একটা চাকরি করে ।চরিত্রের অবস্থা বারোটা । বিদেশে নির্ভরযোগ্য কেউ থাকলে তার মাধ্যমে খবর নিন ।

খ দুরের পাত্র -অন্য জেলার বা দুরের কোনো পাত্র যাকে আপনি সামনা-সামনি দেখার সুযোগ পান নি , সে হয়তো বলে বসবে সে মাস্টার্স পাশ আসলে মেট্রিক ফেল. কাছের পাত্রও এই প্রতারণা করতে পারে । আজকাল আবার জাল সার্টিফিকেট ও পাওয়া যায় । একটু পরীক্ষা করে নিতে হবে ।

গ. সশস্ত্র বা পুলিশ ইত্যাদি বাহিনীর পাত্র । এদেরকে মানুষ ভয় পায় বলে সঠিক খবর নিতে পারে না । এমনও দেখা গেছে, বলেছে সেনা বাহিনীর অফিসার কিন্তু আসলে সেনা বাহিনীতে চাকরিই করে না । অফিসারের চাকর অফিসারের ড্রেস পরে ছবি তুলে অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করতে শোনা গেছে । এদের অনেকেই বিয়ের আগেই শারীরিক সম্পর্ক গড়ে তুলে মেয়েটাকে আটকে ফেলতে চায় । আর সৈনিক দেখা যায়, পরিচয় দিচ্ছে অফিসার । নন কমিশন অফিসার যেমন সার্জেন্ট দেখা যায় বলবে অফিসার আসলে সে তো অফিসার নয় । এভাবে প্রায়ই প্রতারণার জালে পড়ে যায় মানুষ ।

এক্ষেত্রে সরাসরি ইউনিটে অর্থাৎ যেখানে চাকরি করে সেখানে অধিনায়কের সাথে কথা বলে প্রকৃত তথ্য জানতে হবে ।

ঘ. ব্যবসায়ী পাত্র-ব্যবসার তো আর শেষ নাই । রাস্তার সবজি বিক্রেতাও ব্যবসায়ী আবার বেক্সিমকো গ্রুপ ও ব্যবসায়ী । কি ব্যবসা করছে জেনে নিন । অনেক সময় দোকানের কর্মচারী নিজেকে দোকানের মালিক বলে, যেমনি গাড়ির ড্রাইভার নিজেকে গাড়ির মালিক জাহির করে ।

একটা ভুল সারা জীবনের কান্না । তাই হুট করে ভুল করবেন না । সময় নিন,সঠিক সিদ্ধান্ত নিন ।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229547
০২ জুন ২০১৪ দুপুর ০২:৫৭
নোমান২৯ লিখেছেন :










সুন্দর । গুরুত্বপূর্ণ একটা বিষয় ।
আসলে যাচাই-বাচাই কর সিদ্ধান্ত নেয়া উচিত ।
ধন্যবাদ ভাইয়া ।ভাল লাগল ।
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৫৮
176268
স্বপ্নীল৫৬ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
229563
০২ জুন ২০১৪ দুপুর ০৩:২৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৫৯
176271
স্বপ্নীল৫৬ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
229591
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৫২
সন্ধাতারা লিখেছেন : It is an awesome post. Janakallah khairan.
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৫৯
176270
স্বপ্নীল৫৬ লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান
229601
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৫৮
স্বপ্নীল৫৬ লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান
229674
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
শুধু ছলে নয় অনেক মেয়ে ও তার বাবা--মায়েরা
বোকা কোন ছেলে পেলে তার বখে যাওয়া মেয়েকে অনেক পরদানশিল , ৫ ওয়াক্ত নামাযী এই সব মিথ্যা কথা বলে ছেলেদের ধোঁকা দেয় ,
আসলে মেয়েটি দেখায়ায় অনেক বয় ফ্রেন্ড আছে এবং মেয়েটি মোটেই নামায পড়ে না ,

পরে যখন ছেলেটি জানতে পরে ,
তখন মেয়ের পরিবার কাবিনের টাকা আদায় করার জন্য বিবাহ বিচ্ছেদ ঘতাতেও দ্বিধা করেনা ,
আর তখন ছেলেটির বুঝতে অসুবিধা হয় না ,যে বিয়ের সময় মেয়ের বাবা-মা কেন চলেটিকে ভুলিয়ে কাবিন নামায় বড় অংক লিখেছিল ,

এরকম অনেক পরমাণ আছে ,

তাই মেয়েদের ও কিছু দোষের কথা বললে লিখাটা অনেক মূল্যবান হতো,

তাই দুঃখের সাথে বলতে হচ্ছে এই লিখাটা পক্ষ পাত দুষ্ট হয়েছে ,

আপনারা কি বলতে পারবেন বাংলাদেশের ১ টি জেলা আছে যারা অনেক পরিবারই তার মেয়েকে ২ বার করে বিয়ে দেয়েছে ... ???

আপনারা কি সেই জেলার নাম বলতে পারবেন ..... ????

পারলে বলুন ....???

০২ জুন ২০১৪ রাত ০৮:১৭
176399
স্বপ্নীল৫৬ লিখেছেন : জানা নাই ভাইয়া
229681
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার যুক্তিযুক্ত পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ। আমাদের দেশের একটি কমন সমস্যা হচ্ছে মেয়ের বাবা-মা অনেক সময় প্রবাসি বিশেষ করে ইউরোপ আমেরিকা বাসি শুনলে সেই পাত্রকে দখল করতে উন্মুখ হয়ে যান। এর পরিনিতি খুবই খারাপ হতে দেখেছি।
০২ জুন ২০১৪ রাত ০৮:১৭
176400
স্বপ্নীল৫৬ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
229927
০৩ জুন ২০১৪ দুপুর ০১:১১
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
******** আপনারা কি বলতে পারবেন বাংলাদেশের ১ টি জেলা আছে যারা অনেক পরিবারই তার মেয়েকে ২ বার করে বিয়ে দেয়েছে ... ???

আপনারা কি সেই জেলার নাম বলতে পারবেন ..... ????

পারলে বলুন ....??? *****

উত্তর = {বরিশাল = ভোলা = " চরপেশু "}

০৩ জুন ২০১৪ দুপুর ০৩:০৮
176756
স্বপ্নীল৫৬ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File