স্টাটাস: আমি বিবাহিত
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০২ জুন, ২০১৪, ০৯:২১:০৫ সকাল
আজকাল জীবিকার প্রয়োজনে পুরুষ-নারী অনেক বেশি ব্যস্ত । কারো পানে কারো ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই । স্বামী হয়তো বিদেশে, বছরে ১ বার বা দুবার আসেন । স্ত্রী হয়তো অফিস নিয়ে এতই ব্যস্ত ঘরে থাকার সময় পাচ্ছেন না । ১ টা বা ২ টার চেয়ে বেশি সন্তান এখন মেয়েরাই নিতে চাচ্ছে না-কারণ এদের পালবে কে? এখানে সংসার বলে কিছুই নেই । শুধু আছে-স্টাটাস-আমি বিবাহিত ।
কিন্তু এত ব্যস্ততার মাঝে মন মাঝে মাঝে বিগড়ে যায় । যে স্বামী হয়তো বিদেশে বা দেশের মাঝেই অনেক দুরে-সে সেখানে হয়তো কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, স্ত্রীর একাকিত্বে কেউ সুযোগ নেয় । ফলে একটা মিথ্যার জগত তৈরী হয়, অবিশ্বাসের জগত তৈরী হয় ।
পরিশেষে, শুধু বিয়ে করাই শেষ নয় । সুন্দর সংসার করাটাও অনেক জরুরি ।
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১ . যেই মেয়ের হাসবেনড বিদেশে ,
আর মেয়ে কোন ক্মপানিতে চাকরি করে ,
আজ হোক আর কাল হোক ,
এই মেয়ের সাথে অন্য পুরুষের ,
শারীরিক বা মানসিক সম্পর্ক হতে বাধ্য ,
এতে শুধু সন্দেহ করার কিছুই নাই,
২ . যেই ছেলেটি বিদেশে শতকরা ১০ % ছেলে অন্য মেয়ের সাথে সম্পর্ক হয় , আর মেয়েদের ক্ষেত্রে ৯০ % অন্য ছেলের সাথে সম্পর্ক হয় ,
কারন ঃঃ--
মেয়ে তার চার পাশে এবং সবসময় শুধু ছেলে দেখে , ছেলেদের প্রশংসা পায় , তাই ১ সময় মেয়েটি শারিরিক বা মানসিক সম্পর্ক করতে উদ্বুদ্ধ হয় ,
আর ছেলেধের ক্ষেত্রে এই সুজুগ মাত্র ১০ % থাকে ,
তাই একা স্বামী ও একা স্ত্রী ১০ % ও ৯০ % পার্থক্য ,
মন্তব্য করতে লগইন করুন