মাতৃভাষার প্রতি আদিক্ষেতা
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ৩০ মে, ২০১৪, ১০:০৭:৪৯ সকাল
যার ভালোবাসায় প্রশ্ন আছে, সেই তার ভালোবাসা প্রকাশ করার জন্য নানান উপায়ে চেষ্টা করে, প্রমাণ করতে চায় সে নিখাদ ভালোবাসা প্রদর্শন করছে ।
আজকে আমাদের যে ভাষা বাংলা আজ থেকে ২০০ বছর আগে কিন্তু এ রকম ছিল না আবার ৩০০ বছর পর হয়তো অন্য রকম হয়ে যাবে । ভাষা তো শুধু প্রকাশ মাধ্যম । আপনাকে আমি আমার মনের কথাটা বোঝানো । যেভাবে বললে আপনি বোঝেন তাই তো ভাষা । আজকে কেদারা বললে আপনি বোঝেন না, কিন্তু চেয়ার বললে বোঝেন । এটা কি দোষের কিছু ? আপনার যাতে সুবিধা আপনি তাতেই এগিয়ে যাবেন -এটাই স্বাভাবিক । আজ থেকে ৪০০ বছর আগে ইংরেজি শেখার অতো দরকার ছিল না, কিন্তু আজ সারা বিশ্বে চলতে গেলে তা লাগেই । অযথা ভাষা নিয়ে বাড়াবাড়ি না করে প্রয়োজনের দিকে তাকান । বিজ্ঞাপন বা অন্য যে কোনো ক্ষেত্রে এত আদিক্ষেতা দেখিয়ে কি লাভ ? ভাষা তো আর কিছু দেবে না, কিছু দেবে আপনার মনের ভাবটা আরেকজনের কাছে সঠিক ভাবে উপস্থাপন -তা সে যে ভাষাতেই হোক না কেন? মনে রাখবেন, ছোট্ট শিশু একটু কেদেই, কোনো কথা না বলে তার মাকে বুঝিয়ে দেয়, তার কথা ।
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আদিক্ষেতা নয় হবে আদিখ্যেতা
মন্তব্য করতে লগইন করুন