বুঝি না কেন মেয়েরা নিজেকে বিকিয়ে দেয়?
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২৪ মে, ২০১৪, ১২:৪৪:১৮ রাত
ইন্টারনেটে ফটোশপের মাধ্যমে নগ্ন ছবির সাথে জুড়ে দিয়ে মেয়েটাকে অপমান করা হয়েছে । আর ভয় দেখানো হয়েছে যৌন মিলন না করলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে । আর তাতেই মেয়েগুলো ওই পশুগুলোর সাথে মিলিত হলো ।
আমি বুঝি না । আপনার ছবিকে ফটোশপ করেছে যে শয়তান আপনি কেন আত্মীয়সজন অথবা পুলিশের মাধ্যমে ওদেরকে সাইজ না করে নিজে সাইজ হলেন । নাকি আপনি ওদের প্রতি দুর্বল? এরকম ফটোশপ তো যে কারো ছবিতে করতেই পারে । আপনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন. সেটাই হতো ওদের জন্য উপযুক্ত শাস্তি. তা না করে ওদের হাতেই নিজেকে সপে দিলেন ? বুঝি না ।
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন