আত্মরক্ষার কিছু টিপস

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২৩ মে, ২০১৪, ১০:৩৬:১২ সকাল

যা দিনকাল পড়েছে, তাতে ছেলে-মেয়ে যে কেউ যেকোন সময় বিপদে পড়তে পারেন । মেয়েদের বিপদ এক ডিগ্রী বেশি. যেকোনো সময় ধর্ষণ, ইভটিজিং এর স্বীকার হতে হয় । কিন্তু এ বিপদে শত্রু পক্ষকে এমনি এমনি ছেড়ে দিবেন । সেটা ঠিক না । কিছুটা হলেও প্রতিঘাত করুন , নিজেকে বাঁচান, আপন জনকে বাঁচান । কিছু টিপস দিলাম:

১. সাথে ধারালো ব্লেড বা চাকু রাখুন ।

২. একটু মরিচের গুড়া রাখুন, প্রয়োজন মতো চোখে মারুন ।

৩. কিছুটা কুং ফু শিখে রাখতে পারলে ভালো

৪. মেয়েরা পর্দা করে চলুন, মুখের মাঝে দৃঢ়তা রাখুন ।

৫. কাউকে বিশ্বাস করবেন না ।

৬. ধর্মীয় নীতি মেনে চলুন, সব সময় আল্লাহকে স্মরণ করুন ও আল্লাহর সাহায্য প্রার্থনা করুন

৭. যেকোনো সমস্যায় জিডি করুন, অন লাইনেও জিডি করা যায় । পাড়ার লোকদের দিয়ে সমাধানের চেষ্টা না করাই ভালো.

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224988
২৩ মে ২০১৪ সকাল ১০:৫৯
হতভাগা লিখেছেন :


সাথে এটা রাখা যেতে পারে
224989
২৩ মে ২০১৪ সকাল ১১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু এগুলি নিয়া চললে ১০০% চান্স আছে পুলিশ জেলে ঢুকিয়ে দিবে।
225030
২৩ মে ২০১৪ দুপুর ০২:৪০
নোমান২৯ লিখেছেন :









আপনি তো আত্নরক্ষা না আত্নহুতির পথ বাতলে দিলেন ? আপনার কথামত চলতে গেলে নিশ্চিত সে মেয়ে কে ছাত্রীসংস্থার বলে বাংলা ফুলিশ(পু)নিয়ে যাবে !
225042
২৩ মে ২০১৪ দুপুর ০৩:০৯
ভিশু লিখেছেন : ভাইয়া, সবকিছুতেই তো ভেজাল! কোন কোম্পানীর বা জাতের মরিচের গুঁড়া ভালো হবে?!
Worried Worried Worried
একজনের জন্য কত গ্রাম করে?
Rolling Eyes
225122
২৩ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
স্বপ্নীল৫৬ লিখেছেন : এক মুঠ কোরে রাখবেন -ভিশু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File