মোদির বিজয় ও কিছু উল্লাস

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১৬ মে, ২০১৪, ০৩:২৮:৩৫ দুপুর

আজকাল দেখি মোদির বিজয়ে বি এন পি বেশ উল্লাস প্রকাশ করছে, অভিনন্দন জানাচ্ছে । কিন্তু বুনো কুকুরের তাড়া খেয়ে বাঘের সামনে পড়ে আনন্দ কিসের? একটাই আনন্দ হতে পারে, প্রকাশ্য শত্রু গোপন শত্রুর চেয়ে উত্তম । কি জানি ভাগ্গে কি আছে? আগে হয়তো দু চারটা চড় দিয়ে ছেড়ে দিতো, এখন তো ঘরের বউও নিরাপদে থাকতে পারবে না ।

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222316
১৬ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
আহ জীবন লিখেছেন : হা হা হা দারুন কইছেন।
222317
১৬ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : যে লাউ সেই কদু। কোনো লাভ নেই। সেই বুড়ো আঙ্গুলই দেখাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File