নাস্তিক বনাম ভন্ড আস্তিক

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১০ মে, ২০১৪, ১১:৫০:১৯ রাত

সবার খুব রাগ নাস্তিকদের উপর। কিন্তু আমি ভয় পাই ভন্ড আস্তিকদেরও । ভালমানের নাস্তিক হলে সে যুক্তির মাধ্যমে সব কিছুর ব্যাখ্যা দিতে চায় । তার দৃষ্টিতে যা অন্যায় তাকে সে অন্যায় মনে করে কিন্তু ধর্মের দোহাই দিয়ে অন্যায় করে না । অধিকাংশই চিন্তাশীল হয় । সে তাই মানে যাকে প্রমাণ করা যায়.এদের কেউ কেউ সৃষ্টিকর্তার অস্তিত্ব মানে না আবার কেউ কেউ সৃষ্টিকর্তার অস্তিত্ব মানলেও স্রষ্টা কোনো বিধান পাঠিয়েছেন বলে মানে না । কিন্তু ভন্ড নাস্তিকও আছে অনেক । এরা বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে কিন্তু সুখের সময়ে বিরোধিতা করে ।

এবার আসি ভন্ড আস্তিকদের প্রতি । এরা বলে স্রষ্টাকে মানে কিন্তু মন থেকে স্রষ্টার বিধানকে মানে না বা জানে না । নিজের স্বার্থের জন্য এরা সব পারে । ধর্মের নাম ভাঙ্গিয়ে এরা অন্যদের প্রতারিত করে । এবার ভন্ড আস্তিকদের কিছু কর্মকান্ডের প্রতি দৃষ্টিপাত করি:

১. অনেক রাজনৈতিক নেতা আছেন যারা মাজারে ফুল দিয়ে তাদের কাজ শুরু করেন অথচ ধর্মে তা নিষিদ্ধ

২. অনেক পীর সাহেব আছেন মানুষকে ধোকা দিয়ে নিজে বড়লোক হয়ে যাচ্ছেন ।

৩. অনেক গ্রাম্য হুজুর আছেন যারা ধর্মের বাইরে অনেক ভুল ফতোয়া দিচ্ছেন

৪. হিন্দুরা সতীদাহের মাধ্যমে অনেক মেয়েকে পুড়িয়ে মেরেছে

৫. মানুষ হয়েও গরুর মতো একটা প্রাণীকে দেবতা মানছে অথচ তার অবস্থান কত উপরে ছিল

৭. এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে নির্বিচারে হত্যা করে উল্লাস প্রকাশ করছে

৮. বৌদ্ধরা জীব হত্যা মহাপাপ বলে নিজেরাই অন্যের হত্যা করা জীব খাচ্ছে , কদিন আগেও মায়ানমারে মুসলমানদের নির্বিচারে মেরেছে, অথচ মানুষ হলো শ্রেষ্ঠ জীব ।

৯. খ্রিস্টানরা এক সময় পৃথিবী সুর্যের চারপাশে ঘুরে এ কথা বলার অপরাধে বিজ্ঞানীকে হত্যা করেছে

১০. ইহুদিরা রক্ত নেয়া অশুচি মনে করে অথচ কখনো কখনও রক্ত নেয়া ছাড়া রুগী বাচানো সম্ভব না ।নিজ সম্প্রদায় ছাড়া অন্যদের ঠকানো -তারা খারাপ মনে করে না ।

এরকম ভুরি ভুরি উদাহরণ আছে । নিজের বিবেক ,যুক্তি ইত্যাদি ভন্ড আস্তিকদের ক্ষেত্রে দুর্লভ । তাই নাস্তিকদের বিরুদ্ধে অত খেপে কি হবে? তার চেয়ে ভন্ড আস্তিকদের অপরাধ তো অনেক বেশি ।

বিষয়: বিবিধ

১৩৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220037
১১ মে ২০১৪ রাত ১২:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খাটি কথা লিখেছেন ,অনেক ধন্যবাদ
220060
১১ মে ২০১৪ রাত ০৪:৪৪
এহসান সাবরী লিখেছেন : ভালো লাগলো
220188
১১ মে ২০১৪ দুপুর ০১:৪৯
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File