মেয়েরা যাবে কোথায়?

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৪ এপ্রিল, ২০১৪, ০২:১৪:১৮ দুপুর

একটা মেয়ে যদি সাবলম্বী হয়, চাকরি করে সে তার স্বামী-সন্তানকে ঠিক মতো সময় দিতে পারে না । স্বামী সন্তান থাকে অসন্তুষ্ট. আবার যদি চাকরি না করে তবে সে বিপদের সম্ভাবনার মধ্যে থাকে । যেমন স্বামী যদি অত্যাচার করে, সে বাবার বাড়ি আসতে পারে না আর স্বামীর সংসারেও থাকতে পারে না। সে হয়ে যায় গলগ্রহ । সবার বোঝা । তাকে হয় মুখ বুজে সব সহ্য করতে হবে, না হলে দয়ার পাত্র হয়ে থাকতে হবে ।আর তাও না পারলে করতে হবে আত্মহত্যা । আর আত্মহত্যা করলেও কি রেহাই আছে । আখেরাতে রয়েছে ভয়াবহ শাস্তি ।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202469
০৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৮
শিশির ভেজা ভোর লিখেছেন : মাঝে মাঝে ভাবি মেয়েরা সত্যি অসহায়
202470
০৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সবদিকেই মেয়েরা নিগৃহীত
202486
০৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২০
চিলেকোঠার সেপাই লিখেছেন : এমন ঘটনা ঘটার সম্ভবনা খুব কম।
202498
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৬
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপনার কথার সাথে একমত হতে পারলাম না । বলুনত কয়জন মেয়ে এই পরিস্থিতে পড়ে। আমাদের মা , দাদী-নানীরাত ভালই ছিলেন কই তাদেরত ঢালাও ভাবে এই সমস্যা হয়নি । হাজারজনের মধ্যে দুই-চারজনের এমন সমস্যা হতেই পারে ।
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৩
152056
শেখের পোলা লিখেছেন : আপনার সাথে সহমত৷ ঐ দুজন অত্যাচারীতার জন্য পুরুষরাই দায়ী৷
202535
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৪০
ফেরারী মন লিখেছেন : আসলেই মেয়েরা আজ অনেক বিপদের মধ্যে দিনাতিপাত করছে।
202558
০৪ এপ্রিল ২০১৪ রাত ১১:১৫
বেদনা মধুর লিখেছেন : তবে আমাদের ঘরের মেয়েরা আলহামদু লিল্লাহ খুব ভাল আছে। আমাদের মা আমাদের মাথার তাজ। আমাদের বোন আমাদের স্নেহের পাত্র, আর আমাদের স্ত্রী? তার কথা আর বলতে হবে না, ওর কথার বাইরে একটু ও নড়াচড়া করার ক্ষমতা আমার নাই। সে মহা সুখে আছে। তার সুখ দেখে আমারও ভাল লাগে। তবে মাঝে মাঝে একটু রাগ গোস্বা হলে সেটা খুব তাড়াতাড়ি ঠিক করে নেই আমরা। সেই হিসেবে আমার মনে হয় মেয়েরা অনেক সুখে আছে।
তবে কিছু কিছু মেয়ে কষ্টে আছে। তাদের জন্য সমবেদনা রইল।
আসলে মেয়ে আর ছেলে বলে কথা না। সবাই যদি আমরা ভাল হয় তাহলে একের দ্বারা অন্যে কষ্ট পাব না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File